দেশ বিদেশ

দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৩ ছাড়িয়েছে

মানবজমিন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৯:৩১ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস কঠিন আকার ধারণ করেছে। শনিবার সেখানে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৩৩। এ পর্যন্ত শনিবারই সেখানে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। এতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের বেশির ভাগই দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত। ফলে চীনের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্তের দিক দিয়ে নাম উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার। চিওংডোতে একটি হাসপাতাল এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। একই রকম ঘটনা ঘটেছে ডায়েগু শহরে একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে, নতুন আক্রান্তদের মধ্যে ৯২ জনই চিওংডো ডায়েনাম হাসপাতালের রোগী অথবা স্টাফ। ওদিকে শনিবার সেখানে আরো একজন মারা গেছেন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২। মৃত দুজনই ওই হাসপাতালের রোগী। শিনচেওনজি চার্চ অব জেসাসের কমপক্ষে ১৫০ জন সদস্য করোনা আক্রান্ত। সেখানে এ মাসে ৬১ বছর বয়সী একজন নারীর জ্বর হয়। তবে তার দেহে করোনা শনাক্ত হওয়ার আগে তিনি চার্চে চার দফা সার্ভিস অনুষ্ঠানে অংশ নেন। এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহৎ শহর ডায়েগু’র মেয়র লোকজনকে ঘরের ভেতর অবস্থান করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় একটি সামরিক ঘাঁটি এলাকায় আসা-যাওয়ায় বিধিনিষেধ দেয়া হয়েছে। ডায়েগুর শিনচেওনজি সম্প্রদায়ের প্রায় ৯৩০০ মানুষকে হয়তো কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে না হয় ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়েছে। ডায়েগু থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে চিওংডো হলো শিনচেওনজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা লি মান-হি’র জন্মস্থান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status