শেষের পাতা

সিলেটে বন্দুকযুদ্ধে দু’জন নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৯:৩০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ ও বিশ্বনাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জে নিহত হয়েছে  সন্ত্রাসী ও বিশ্বনাথে ডাকাত। গতকাল ভোরে এ দু’টি ঘটনা ঘটে। র‌্যাব সূত্র জানায়- ভোররাতের দিকে র‌্যাব’র একটি টিম গোলাপগঞ্জ উপজেলার কদুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় বন্দুকযুদ্ধে আলী হোসেন নামে এক সন্ত্রাসী নিহত হয়। এ সময় র‌্যাব সদস্যরা আলী হোসেনের ৫ সহযোগীকে গ্রেপ্তার করে। নিহত আলী হোসেন একজন দুর্র্ধর্ষ সন্ত্রাসী ও সে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় র‌্যাব’র এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও র‌্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে। একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলী  হোসেনকে গ্রেপ্তার করতে অভিযান চালালে সে তার দলবল নিয়ে গুলি ছুড়ে। এ সময় র?্যাব পাল্টা গুলি চালালে আলী হোসেন নিহত হয়। একই সময়ে সিলেটের বিশ্বনাথ বাইপাসে বন্দুযুদ্ধে ডাকাত নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহত ডাকাত সদস্যের হাতে থাকা একটি দেশীয় পাইপগান ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ডাকাত দলের গুলিতে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান মিজান, কনস্টেবল চন্দন গৌর, রাসেল দাস গুরুতর আহত হয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়- উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর বাইবাস সড়কের মরমপুর-সুরিরখাল এলাকার মধ্যবর্তী জায়গায় সড়কের পার্শ্বের গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল অস্ত্রধারী একটি ডাকাত দল। নিয়মিত টহলের অংশ হিসেবে  ভোররাত সাড়ে ৩ টার দিকে থানার এসআই মিজানুর রহমান এবং কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাসকে নিয়ে এলাকা টহল দিচ্ছিলেন। পুলিশের গাড়ি দেখতে পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এতে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। খবর  পেয়ে থানার ওসি শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, এসআই নূর হোসেন, দেবাশীষ শর্ম্মা নিজের  ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি বাড়ছে টের  পেয়ে ডাকাতদল দু’টি ভাগে বিভক্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এরপর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করলে স্তূপ করা মাটির উপর এক ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে। ওই ডাকাত সদস্যের হাতে একটি দেশীয় পাইপগান ও  কোমরে থাকা ৩টি তাজা কার্তুজ উদ্ধার করে। ডাকাত দলের সঙ্গে পুলিশের  গোলাগুলি, অস্ত্রসহ ১ ডাকাত সদস্যের লাশ উদ্ধার ও ৩ পুলিশ গুলিবিদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ডাকাতের পরিচয় জানা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status