খেলা

এমন অভিজ্ঞতা এবারই প্রথম মিরাজের

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

স্কোয়াডে থেকেও মিরপুর টেস্টের একাদশে সুযোগ মিললো না মেহেদী হাসান মিরাজের। ঘরের মাঠে এবারই প্রথম এমন অভিজ্ঞতা হলো এই অফস্পিন অলরাউন্ডারের। ২০১৬তে অভিষেকের পর বাংলাদেশের প্রতিটি হোম টেস্টেই খেলেছেন তিনি। কিন্তু বাজে ফর্মের কারণে গতকাল মিরাজ জায়গা হারান নাঈম হাসানের কাছে। নাঈমও নিজেকে প্রমাণ করেছেন। প্রথম দিনে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তিনিই।
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৭ উইকেট নেয়ার পর ঘরের মাঠে স্পিন আক্রমণের ভরসা হয়ে উঠেন মিরাজ। সর্বশেষ ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার সিরিজে ১৫ উইকেট নেন তিনি।  দেশের উইকেটে ১১ ম্যাচে ২১.৪৪ গড়ে মিরাজের শিকার ৬১ উইকেট। বিদেশে উল্টো চিত্র। সব মিলিয়ে ১১ ম্যাচে ৫৭.৬৮ গড়ে ২৯ উইকেট। বিদেশে প্রতিটি উইকেটের জন্য ৮৮’র বেশি বল খরচ করতে হয়েছে মিরাজকে। এ বছর ৪ টেস্ট থেকে মাত্র ৬ উইকেট নিতে পেরেছেন মিরাজ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে স্পিনবান্ধব উইকেটেও দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন মাত্র ৩ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status