খেলা

এক ডজন গোল দিয়ে শুরু বসুন্ধরার

স্পোর্টস রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া শক্তিশালী বসুন্ধরা কিংস প্রত্যাশিতভাবেই বড় জয় পেয়েছে নারী ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে হারিয়ে লীগ শুরু করেছে সাবিনা-কৃষ্ণারা। ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন কৃষ্ণা রানী সরকার। হ্যাটট্রিক করেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনও। এছাড়া মৌসুমি দুটি, শিউলি আজিম, নার্গিস খাতুন ও মারিয়া মান্ডা একটি করে গোল করেন।
দীর্ঘ সাত বছর কোমায় থাকা নারী ফুটবল লীগ এবার আলোর মুখ দেখছে অনেক জল ঘোলা করে। কয়েক বছর যাবৎ বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে থাকা মহিলা ফুটবলারদের খেলা এবং উপার্জনের সুযোগ করে দেয়াটাই লীগ আয়োজনের মূল উদ্দেশ্য। গত অক্টোবরে আয়োজনের কথা থাকলেও তিনবার পেছায় নারী ফুটবল লীগের তৃতীয় আসর। ক্যাম্পে থাকা ৫৬ জনের মধ্য মাত্র ২৪ জনের সুযোগ হয় এই লীগে। অদ্ভুত নিয়মে দু’বার দলবদল হলেও বাকিদের দলে নেয়নি কোনো দল। নিয়মিত লীগ আয়োজিত না হওয়ায় এক বসুন্ধরা কিংস ছাড়া পেশাদার ফুটবল লীগের অন্য কোনো দল অংশ নেয়নি। বসুন্ধরা কিংস দলে নিয়েছে জাতীয় দলের ১৯ ফুটবলারকে। শক্তিতে তাদের ধারেকাছেও নেই কেউ। তার প্রমান মিললো গতকালের উদ্বোধনী ম্যাচে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সাবিনা ডি-বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে বসুন্ধরাকে এগিয়ে নেন। পঞ্চম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। একাদশ মিনিটে সানজিদা আক্তারের কর্নারে কৃষ্ণার হেডে ব্যবধান আরো বাড়ে। বিরতির খানিক আগে মৌসুমীর জোড়া গোলে স্কোরলাইন ৫-০ করে বসুন্ধরা। বাঁদিক দিয়ে আক্রমণে ওঠা সাবিনার বাড়ানো বল কৃষ্ণার পা হয়ে পেয়ে যান মৌসুমী, মাপা শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। এরপর সাবিনার সঙ্গে বল দেয়া-নেয়া করে নিজের দ্বিতীয় ও ম্যাচের পঞ্চম গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে কৃষ্ণার বাড়ানো বলে সাবিনা প্লেসিং শটে স্কোরলাইন ৬-০ করেন। ৫৪তম মিনিটে নিলুফা ইয়াসমিন নীলার আড়াআড়ি ক্রস থেকে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। একটু পর শিউলি আজিম স্পট কিকে ব্যবধান আরো বাড়ান। ৫৯তম মিনিটে ২০ গজ দূর থেকে সাবিনার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে। এরপর কৃষ্ণার ক্রস ধরে মারিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ৭১তম মিনিটে মারিয়ার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে। ৮৩তম মিনিটে কর্নারে নার্গিসের হেডে স্কোরলাইন ১০-০ হয়। এরপর মারিয়ার বাঁকানো কর্নার গোলরক্ষকের গ্লাভস হয়ে জালে জড়ায়। গোলমুখ থেকে স্কোরলাইন ১২-০ করেন কৃষ্ণা।
আজকের খেলা

কুমিল্লা ইউনাইটেড-জামালপুর কাঁচারিপাড়া একাদশ (বেলা ১২টা)
স্পার্টান এমকে গ্যালাকটিকো- নাসরিন স্পোর্টস একাডেমি (বিকাল তিনটা)
কমলাপুর স্টেডিয়াম
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status