বাংলারজমিন

কটিয়াদীতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের ব্যাপক অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এসকন ট্রেডার্স প্রকল্পটি বাস্তবায়ন করছে। এলাকাবাসী রাস্তা নির্মাণে অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিবাদকারীকে চাঁদাবাজির মামলার ভয় দেখায়। ফলে প্রতিবাদও করতে পারছে না এলাকার সাধারণ মানুষ। এ ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকার কারণে নিম্নমানের ইটের খোয়া দিয়েই দ্রুত কাজ শেষ করার পাঁয়তারা করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কোনো রকম শুধু বিটুমিনের প্রলেপ দিতে পারলেই বিল তুলে নিতে আর কোনো সমস্যা থাকবে না। এভাবে কাজটি সম্পন্ন হলে অল্পদিনেই সড়কটি ভেঙে জনদুর্ভোগ বাড়াবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি অত্র উপজেলা থেকে পার্শ্ববর্তী মনোহরদী-বেলাব উপজেলার সংযোগ সড়ক। তাছাড়া প্রতিদিন স্কুল-কলেজ, মাদ্রাসার বহু শিক্ষার্থী এই রাস্তাটি দিয়ে চলাচল করে। তাদের দাবি ভালোমানের ইটের খোয়া ও মানসম্পন্ন সামগ্রী দিয়ে যেন রাস্তাটি নির্মাণ করা হয়। জানা যায়, উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া হতে লোহাজুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাদেক মিয়ার বাড়ির মোড় পর্যন্ত প্রায় ১ কি.মি. কাঁচা রাস্তা ৮০ লাখ টাকা প্রাক্কলন ব্যয়ে কার্পেটিংয়ের কাজ প্রায় এক বছর পূর্বে শুরু করলেও মাটি খনন ও ফিলিংয়ের কিছু কাজ করে দীর্ঘদিন কাজটি বন্ধ রাখে। ইদানীং নির্মাণকাজটি পুনরায় শুরু করে। কিন্তু একেবারে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী প্রতিবাদ করে। ঠিকাদারের দাবি দরপত্রের নির্দেশনা মোতাবেকই কাজ করা হচ্ছে। সরজমিন দেখা যায়, নিম্নমানের ইট এবং ইটের খোয়া দিয়ে রাস্তার মেকাডম এবং এজিংয়ের কাজ করা হচ্ছে।
দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামের মেন্দু মিয়া বলেন, ঠিকাদারের লোকেরা নিম্নমানের খোয়া দিয়ে দায়সারাভাবে রাস্তার কাজ করছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের হুমকি-ধামকি দিয়ে চাঁদাবাজির ভয় দেখায়। একই গ্রামের বাসিন্দা রতন মিয়া ও সাবের মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তার কাজ শুরু হলেও ব্যবহৃত ইট ও কংক্রিট একেবারে নিম্নমানের। আমরা উপজেলা প্রকৌশলীকে এ ব্যাপারে অভিযোগ দিয়েছি। এ ব্যাপারে সংস্কার কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ইসকন ট্রেডার্সের উপ-ঠিকাদার শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু নিম্নমানের ইট ও কংক্রিট ভুলে এসেছে। এগুলো অপসারণ করা হয়েছে। কটিয়াদী উপজেলা (এলজিইডি) প্রকৌশলী শাহ আলম বলেন, অভিযোগ পেয়ে রাস্তার কাজ পরিদর্শন করেছি। নিম্নমানের ইট, খোয়া সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এসকন ট্রেডার্স দুই তিনদিনের সময় চেয়েছে। আমরা মনিটরিং করছি। কোনো ধরনের অনিয়মের সুযোগ দেয়া হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status