বাংলারজমিন

শ্রীমঙ্গলে জেলা পরিষদের অপরিকল্পিত ড্রেন নির্মাণে পৌরসভার বাধা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে জেলা পরিষদের অপরিকল্পিত ড্রেন নির্মাণে বাধা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষের বাঁধার মুখে জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মূখে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়। জানাযায়, জেলা পরিষদ অডিটোরিয়াম ও শ্রীমঙ্গল পৌর ভবনের মাঝামাঝি অবস্থিত ভানুগাছ সড়কে জেলা পরিষদের বাউন্ডারী দেয়ালের বাইরে রাস্তার ধারে ড্রেন নির্মাণ শুরু করা হয়। এসময় পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলী ও কাউন্সিলররা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে ময়লা ফেলার ট্রাক রেখে কাজ বন্ধ করে দেয়। পরে নির্মাণ শ্রমিকরা স্থান ত্যাগ করে চলে যান।
এবিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী জহির আহমেদ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো পৌরসভার মাষ্টারপ্লানে যে স্থানটিতে জনসাধারণের চলাচলে ফুটপাত নির্মাণের কথা, সেখানে জেলা পরিষদ কর্তৃক ড্রেন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। যে কারণে তারা বাঁধা দিয়েছেন। সড়কটির পাশে পৌরসভার সচল ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ড্রেন নির্মাণ নিয়ে জেলা পরিষদ পৌরসভার কাছে কোন অনুমোদন বা যোগাযোগই করেনি। পূর্বেকার ড্রেনের জায়গা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যেই পৌরসভা প্রায় ১ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা ব্যয়ে ফুটপাত ও ড্রেন নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করেছে। অধিপ্তরের  লোকজন মাঠ পর্যায়ে এসে স্থান পরিদর্শনও করে গেছেন। এভাবে অপরিকল্পিত ড্রেন নির্মাণ হলে শহরের সৌন্দর্য্য বর্ধনে নেয়া মাষ্টার প্লান ক্ষতিগ্রস্থ হবে বলেও জানান তিনি। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) ২০০৯ এর বিধানে স্পষ্ট করে বলা আছে, পৌরসভার অভ্যন্তরে নাগরিকগনের পৌরসেবা প্রদানে অবকাঠামোগত নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার দায়িত্ব একমাত্র পৌরসভার। ফলে জেলা পরিষদ কিভাবে পৌরসভাকে না জানিয়ে অবকাঠামো উন্নয়ন কাজ করে তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সামসুল আলম বলেন, ‘জেলা পরিষদ কর্তৃক টেন্ডার মোতাবেক সেখানে একটি ড্রেন নির্মাণের কথা রয়েছে। তবে ড্রেন নির্মাণে পৌরসভা বা সওজের কোন অনুমতি নেয়া হয়নি’। মৌলভীবাজার সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী মো. শাহরিয়ার আলম জানান, জেলা পরিষদ থেকে সেখানে ড্রেন নির্মাণে কথা তিনি অবগত নন। এ বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন। মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জানান, ‘শ্রীমঙ্গলে অবিস্থত এই জেলা পরিষদের ডাক বাংলোটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা। আমরা এর অভ্যন্তরে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল স্থাপন ও বাইরে ফুলের বাগান করার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এ জন্য তিনি পৌরসভাকে এই উন্নয়ন কাজে বাধা না দিয়ে সহযোগীতার আহবান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status