বিশ্বজমিন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আবার রাশিয়া!

মানবজমিন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

রাশিয়ার কড়া নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। নির্বাচনে স্যান্ডার্সের প্রচারণায় রাশিয়া সহযোগিতার চেষ্টা করেছে বলে রিপোর্টের পর কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বললেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে দূরে থাকো। শুক্রবার বার্নি স্যান্ডার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে গত মাসে জানিয়েছেন, রাশিয়া তার নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করার চেষ্টা করছে। এদিন ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে বক্তব্য রাখছিলেন স্যান্ডার্স। তিনি বলেছেন, রাশিয়া কিভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তা স্পষ্ট নয়। কিন্তু ভারমন্ট রাজ্যের এই ৭৮ বছর বয়সী সিনেটর আরো বলেছেন, রাশিয়ার এমন যেকোনো প্রচেষ্টার কড়া বিরোধিতা করেন তিনি। এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে স্বৈরাচারী ঠগবাজ বলে তার নিন্দা জানান। বলেন, তার সরকার ইন্টানেটে প্রচারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিভক্তির বীজ বপন করছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বার্নি স্যান্ডার্স বলেছেন, আসুন আরো পরিষ্কার হই। রাশিয়ানরা আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করছে। বর্তমান প্রেসিডেন্টের (ডনাল্ড ট্রাম্প) মতো আমি নই। তাদের ও অন্য যেকোনো বিদেশি শক্তি, তারা যদি আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়, তাহলে এই উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থানে আমি।

ডেমোক্রেট দলের নিজস্ব ধরণের সমাজতন্ত্রী এই সিনেটর বার্নি স্যান্ডার্স এখন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন দৌড়ে ফ্রন্ট রানার। তবে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে। কারণ, সবে শুরু হয়েছে দলীয় প্রাইমারি নির্বাচন। চলবে জুন পর্যন্ত। তারপরই নিশ্চিত হওয়া যাবে কে পাবেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন। যিনিই এই মনোনয়ন পাবেন তার সঙ্গে নির্বাচনের ময়দানে লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের।

ওদিকে বার্নি স্যান্ডার্সের প্রচারণায় রাশিয়ার সহযোগিতার কোনো প্রমাণ পায় নি বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে শুক্রবার ওয়াশিংটন পোস্ট লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্য আইন প্রণেতাদের জানিয়ে দেয়া হয়েছে, বার্নি স্যান্ডার্সকে সহযোগিতা করছে রাশিয়া। কিন্তু গোয়েন্দা বিষয়ক সিনিয়র কর্মকর্তারা ধারণা করেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিজয়ী করতে নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপ করার উপায় খুঁজছে রাশিয়া। প্রতিনিধি পরিষদের হাউজ ইন্টেলিজেন্স কমিটিকে জানানো হয়েছে যে, ১৩ই ফেব্রুয়ারি রুদ্ধদ্বার বৈঠকে বলা হয়েছে রাশিয়ার পছন্দে রয়েছেন ট্রাম্প।

শুক্রবার নির্বাচনী প্রচারণায় নেভাদায় বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানে তিনি নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে রিপোর্টকে গুজব বলে আখ্যায়িত করেন এবং বলেন, এর সূচনা করেছে ডেমোক্রেটরা। তার ভাষায়, কিছুই করার নেই ডেমোক্রেটদের। তারা এখন বলছে যে, ট্রাম্পকে নির্বাচিত করার বিষয়ে নিশ্চিত হতে চাইছেন পুতিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status