খেলা

নারী ফুটবলে লীগ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৯:০৪ পূর্বাহ্ন

দেশে সর্বশেষ নারী ফুটবল লীগ হয়েছে ২০১৩ সালে। সেটি ছিল নারী ফুটবল লীগের দ্বিতীয় আসর। প্রথমটি হয়েছিল ২০১১ সালে। প্রায় অর্ধযুগ পর নারী ফুটবল লীগের তৃতীয় আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসের মোকাবিলা করবে বেগম আনোয়ারা স্পোর্টস ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। পরের দিন কুমিল্লা ইউনাইটেডের মুখোমুখি হবে জামালপুর কাচারিপাড়া একাদশ। ওই দিন অপর ম্যাচে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাবের বিপক্ষে লড়বে নাসরিন স্পোর্টস একাডেমি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত লীগে সাতটি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো:- বসুন্ধরা কিংস, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাচারিপাড়া একাদশ, স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট ফুটবল ক্লাব, এফইউ উত্তরবঙ্গ এবং নাসরিন স্পোর্টস একাডেমি। পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলের দলবদলেও চমক দেখিয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লীগের একমাত্র এই ক্লাবটি অংশ নিচ্ছে নারী ফুটবলে। বাকিগুলো বাফুফের ডাকে সাড়া দেয়নি। যে কারণে, এখান-ওখান থেকে অচেনা কতগুলো দল এনে লীগটা মাঠে নামাতে হয়েছে বাফুফেকে।  তারপরেও অর্ধযুগ পর ঘরোয়া লীগ খেলার সুযোগ পেয়ে খুশি দেশের নারী ফুটবলাররা। আয়োজকদের আশা, সামনে সেরা ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নিতে এগিয়ে আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status