দেশ বিদেশ

করোনা ভাইরাসে মৃত বেড়ে ২২৩৬ আক্রান্ত ৭৫০০০

মানবজমিন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:৫২ পূর্বাহ্ন

 বেড়েই চলেছে করোনা ভাইরাসে (কভিড-১৯) মৃত ও আক্রান্তের সংখ্যা। বিগত কয়েকদিন ধরে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন শ’খানেকের বেশি মানুষ। আক্রান্ত হচ্ছেন কয়েকশ’। শুক্রবার চীনা কর্মকর্তারা জানিয়েছেন, একদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন আরো ৮৮৯ জন মানুষ। মারা গেছেন আরো ১১৮ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৩৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ হাজার ছাড়িয়েছে। গত ডিসেম্বরে করোনা ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে বিশ্ববাসীকে প্রথমবারের মতো অবহিত করে চীন। এরপর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ৩০টি দেশে। আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনেই বেশি হচ্ছে। তবে গত সপ্তাহ থেকে অন্যান্য দেশেও এর প্রাদুর্ভাব বেড়েছে। বুধবার ইরান ও জাপানে দুইজন করে মানুষ মারা গেছেন। সিঙ্গাপুরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, দক্ষিণ কোরিয়া শুক্রবার জানিয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৬ জন হয়েছে। এ নিয়ে গত তিনদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে। কর্মকর্তারা ভাইরাসটি নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status