বিশ্বজমিন

ট্রাম্পের ভারত সফরে সঙ্গে থাকছেন মেয়ে ও জামাই

মানবজমিন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

আগামী ২৪শে ফেব্রুয়ারি সস্ত্রীক ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, এবার তার সঙ্গে নাকি ভারতে যাচ্ছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জারেদ কুশনেরও। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, শুধু মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়েই ভারত সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু সূত্রের খবর অনুযায়ী শুধুমাত্র স্ত্রী নয়, মেয়ে-জামাইকেও সঙ্গে নেবেন ট্রাম্প। পাশাপাশি সূত্রটি আরো জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারত যাচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও। ওই প্রতিনিধি দলে থাকছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান, ট্রেজারি সেক্রেটারি স্টিভ মুনুচিন, বাণিজ্য বিষয়ক সচি

 উইলবার রস এবং শক্তি তথা জ্বালানি উৎপাদনকারী বিভাগের সচিব ড্যান ব্রাওলেট। এ খবর দিয়েছে এনডিটিভি।
সূত্রের খবর যদি ঠিক হয় তাহলে আগামী ২৪ ও ২৫শে ফেব্রুয়ারি সপরিবারেই ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। গুজরাটের আমেদাবাদ এবং নয়া দিল্লিতে যাবেন তিনি। এ ছাড়াও গুজরাট থেকে দিল্লি যাওয়ার পথে একবার ঢুঁ মারবেন আগ্রার তাজমহলেও। ট্রাম্পের ভারত সফরের সূচি অনুযায়ী, ভারতে পা রাখার পর সস্ত্রীক তাকে গুজরাটের আহমেদাবাদে নিয়ে যাওয়া হবে। মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ নামে একটি অনুষ্ঠানে দেশের হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানটিতে ট্রাম্পের সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status