খেলা

মোস্তাফিজকে একাদশে না নেয়ার কারণ জানালেন ডমিঙ্গো

স্পোর্টস রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৩:৪৪ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে আছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু মূল একাদশে থাকবেন না। ম্য্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে কেন দলে নেওয়া, সে ব্যাখ্যাও  দিয়ে তিনি বলেছেন লাল বলের জন্য ফিট নন কাটার মাস্টার।
দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মোস্তাফিজ প্রসঙ্গে কোচ বললেন, 'আমি জানি মোস্তাফিজুর রহমানের ব্যাপারে কিছু ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়েছে। আমার মনে হয় না সে টেস্ট খেলার জন্য প্রস্তুত যতক্ষণ পর্যন্ত না সে কিছু টেকনিক্যাল কাজ করছে। তাকে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল সুইং করানো শিখতে হবে। তাকে স্কোয়াডে নেওয়ার কারণ যাতে সে আমাদের নতুন বোলিং কোচের তত্ত্বাবধানে রাখতে।'
মূলত নতুন বোলিং কোচ ওটিস গিবসনের অধীনে রাখার জন্য মোস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়েছে বলে জানান কোচ, 'তাকে স্কোয়াডে খেলানোর জন্য রাখা হয়নি। রাখা হয়েছে অনুশীলন করানোর জন্য এবং একটা কাঠামোতে ফিরিয়ে আনতে। ওটিসের (গিবসন) সঙ্গে যোগাযোগ রাখাটাও একটা উদ্দেশ্য। তাদের মধ্যে সম্পর্ক ও বিশ্বাস তৈরিরও ব্যাপার রয়েছে। সে দলের সঙ্গে থাকবে। মোস্তাফিজ টেস্ট ম্যাচে খেলছে না। তবে সে প্রতিদিনই বোলিং করবে। আমি তাকে বলেছি যে, কাঠামোতে ফিরতে হলে যা করার তা নিশ্চিত করতে। এতে তার টেস্ট ক্রিকেট এবং সাদা বলেও সুবিধা হবে।'
অথচ আন্তর্জাতিক ক্রিকেটে বেশ শোরগোল ফেলেই মোস্তাফিজের উত্থান। অভিষেক টেস্টে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরিতে পড়ার পর ফিরে আর সে ধারা ধরে রাখতে পারেননি। ধীরে ধীরে লম্বা সংস্করণে ধার হারিয়ে দল থেকে বাদ পড়ে গেছেন। সংক্ষিপ্ত সংস্করণেও খুব একটা ভালো অবস্থানে নেই তিনি। উইকেট পেলেও বেদম পিটুনি খাচ্ছেন নিয়মিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status