বাংলারজমিন

ভাষা সৈনিক শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৭ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরোণত্তর) একেএম শামসুজ্জোহার ৩৩তম মৃত্যুুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফতুল্লার মাসদাইর গোরস্থানে শামসুজ্জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং তার স্বজনরা। বিকালে বাদ আসর শহরের উত্তর চাষাড়ায় ঐতিহ্যবাহী হীরা মহলে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় এ.কে.এম শামসুজ্জোহার আত্মার মাগফেরাত কামনাসহ, তাঁর সহধর্মিণী মিসেস নাগিনা জোহা, বড় ছেলে প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি এমপি সেলিম ওসমান ও এমপি শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, নাসিকের কাউন্সিলর আরিফুল হক হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status