বাংলারজমিন

হাম-রুবেলা রোগ সংক্রমণের ঝুঁকিতে রংপুর বিভাগে ২ লাখ ২০ হাজার শিশু

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৫৯ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ২ লাখ ২০ হাজার শিশু হাম-রুবেলা রোগ সংক্রমণে ঝুঁকিতে রয়েছে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শহর এলাকার সুউচ্চ ভবনের শীর্ষে বসবাস করা অভিভাবকদের কাছে স্বাস্থ্য কর্মীর বার্তা পৌঁছানো কঠিন হওয়ায় গুরুত্বপূর্ণ এ টিকা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। ফলে গ্রামের চেয়ে শহরের শিশুরা হাম-রুবেলা রোগ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার সকালে রংপুর সিভিল সার্জন মিলনায়তনে ‘হাম-রুবেলা ক্যাম্পেইন’ উপলক্ষ্যে রংপুর বিভাগীয় অ্যাডভোকেসী সভায় এসব তথ্য উত্থাপন করেন চিকিৎসকরা। সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রংপুর বিভাগীয় সমন্বয়কারী ডা. জুবায়ের আল মামুন বলেন, রংপুর বিভাগের শতকরা ৪০ ভাগ শিশু হামের কোন ডোজই পায়নি। শতকরা ৩১ ভাগ শিশু একবার হামের টিকা নিয়েছে। গোটা বিশ্বের পরিসংখ্যানে প্রতি বছর ৪’শ শিশু ও প্রতি ঘন্টায় ১৬ জন শিশু মারা যাচ্ছে হাম-রুবেলায়। মানুষের সচেতনতাই পারে হাম-রুবেলার সংক্রমন থেকে শিশুদের বাঁচাতে। সভায় জানানো হয়, দেশকে হাম-রুবেলা মুক্ত করতে আগামী ২৯শে ফেব্রুয়ারি থেকে ২১শে মার্চ পর্যন্ত তিন সপ্তাহব্যাপী রংপুর সিটি কর্পোরেশনসহ রংপুর বিভাগের ৮ জেলার ২০ হাজার ৭৯৫টি স্কুলে ৪০ লাখ ৪৫ হাজার ৮০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল হক চৌধুরী, পরিবার-পরিকল্পনা বিভাগীয় পরিচালক মো. মাহবুব আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যায়ের উপ-পরিচালক ডা. সুলতান আহমেদ, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এনামুল হক, রংপুর মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের ৮ জেলার সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, সহকারী পরিচালক, ইমামসহ সাংবাদিকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status