অনলাইন

বাংলা ভাষা নিয়ে আরএফএল এর ‘৬৮’র বাংলা’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:১০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সচেতনতামূলক ‘৬৮’র বাংলা’ নামে একটি কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় গৃহস্থালী পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল। বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও বিদেশী ভাষার সংমিশ্রণ নিয়ে মানুষকে সচেতন করা এবং তরুণ সমাজকে সম্পূর্ণভাবে বাংলা ভাষায় কথা বলতে আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় ‘৬৮’র বাংলা’ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, মাতৃভাষার অর্জন ৬৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। কিন্তু ৬৮ বছরের এ যাত্রায় আমরা অনেকেই শুদ্ধভাবে একটানা ৬৮ সেকেন্ড বাংলায় কথা বলতে পারছি না। কথা বলার সময় আমরা বাংলা ভাষার বিকৃতি ঘটাচ্ছি এবং বিদেশি ভাষার সংমিশ্রণ করছি। তাই সম্পূর্ণভাবে বাংলা ভাষায় কথা বলার বিষয়ে মানুষকে আগ্রহী করতে আমাদের এ কর্মসূচি।

তিনি আরো বলেন, আরএফএল দেশীয় একটি প্রতিষ্ঠান। গুণগত মানের কারণে আমাদের প্রতিটি পণ্য ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা মনে করি, যে ভাষা স্বাধীনতার বীজ বপন করেছিল, সেই প্রিয় মাতৃভাষার মান অক্ষুন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ডিউরেবল প্লাস্টিক এর বিপণন বিভাগের প্রধান রাশেদ উল আলম বলেন, কর্মসূচির অধীনে আমরা অনলাইনে একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। এজন্য বাংলা ভাষা, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন- এই চারটি বিষয়ের যেকোন একটি বিষয়ে সম্পূর্ণভাবে ৬৮ সেকেন্ড বাংলায় কথা বলে তার ভিডিও পাঠাতে হবে rflplastics.com/68-r-bangla ঠিকানায়। সেখান থেকে সেরা ১০ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া কর্মসূচির অধীনে সচেতনামূলক তথ্যচিত্র প্রচার, জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি, বেস্ট বাইসহ আরএফএল এর বিভিন্ন বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রচারণাও চালাবে আরএফএল। কর্মসূচি চলবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত।   
 
প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক, ডিউরেবল প্লাস্টিক এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসফাকুল হকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status