অনলাইন

শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:২৯ অপরাহ্ন

‘বিশ্ব ভালবাসা দিবসে, সুন্দরবনকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে পালিত হয়েছে সুন্দরবন দিবস। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিঞা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক উপদেষ্টা শেখ আবু সাঈদ, শেখ আফজালুর রহমান, সুন্দরবন ওয়াইল্ড টিমের কর্মকর্তা ওমিত মন্ডল, সোনার বাংলা গ্রুপের এমডি নাজমুস সাহাদাৎ পলাশ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষনের জনসচেতনার সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরবন দিবস উদ্যাপন হয়। কারণ সুন্দরবন আমাদের মায়ের মত আগ্লিয়ে রাখে, একে বাঁচিয়ে রাখতে হলে ব্যাপক জনসচেতনতা ও সুন্দরবন নির্ভরশীল জনগোষ্টীকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status