বাংলারজমিন

২৯ তারিখে সারা দেশে হাম রুবেলা টিকা নিয়ে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৪৪ পূর্বাহ্ন

টেকনিক্যাল স্কেলে ও পদমর্যাদার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাম রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন মুক্তাগাছা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। এতে করে আগামী ২৯ তারিখে সারা দেশে হাম রুবেলা টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি সভায় এ ঘোষণা দেন তারা। এ সময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রশিক্ষণ বর্জনের লিখিত আবেদনও দেন। বাংলাদেশ হেলথ এসিসটেন্ট মুক্তাগাছা সাধারণ সম্পাদক শামসুল হক জানান, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা সারাদেশে এই কর্মসূচি চলছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২তারিখ থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ২০১৮সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু এটা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। এসময় উপজেলার প্রায় ৩০জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জান্নাতুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য সহকারীরা তাদের কেন্দ্রীয় দাবি সমন্বয় পরিষদের সিদ্ধান্তে আমাদের মুক্তাগাছায়ও হাম রুবেলা প্রশিক্ষণ বর্জন করেছে। এ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status