বাংলারজমিন

সুবর্ণচরে ৪ ইটভাকে জরিমানা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৪৩ পূর্বাহ্ন

হাইকোর্টের নির্দেশ অমান্য করে দেশীয় টিনের চিমনিতে কাঠ ব্যবহার করায় চার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারের কিছু নেতার ছবি লাগিয়ে শিশু শ্রমিক ব্যবহার করে পাশের খাল থেকে বালু উত্তোলন করে বিক্রিসহ নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে তাদের জরিমানা করা হয়। গতকাল দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমানের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তর ও লক্ষ্মীপুর র‌্যাব ১১ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চর ব্যাগ্যার মো. আলাউদ্দিন আল্লাহর দান ব্রিক ম্যানুফ্যাকচারিকে ২ লাখ টাকা, আবদুর রাজ্জাক বাবুল ১ লাখ, একতা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা এবং সুভাষ ব্রিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status