বিশ্বজমিন

আসামে নাগরিকপঞ্জির ডাটা অফলাইনে, ‘নিরাপদে আছে’-স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মানবজমিন ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১২:৪২ অপরাহ্ন

আসামের বহুল আলোচিত নাগরিকপঞ্জির (এনআরসি) তালিকা আকস্মিকভাবে সরকারি ওয়েবসাইট থেকে হাওয়া হয়ে গিয়েছিল। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার বলা হয়েছে, নাগরিকত্বের চূড়ান্ত তালিকার ডাটা নিরাপদে আছে। তবে এর মধ্যে বিশ্বাসঘাতকতামুলক কর্মকা-ের বিষয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, সরকারি ওয়েবসাইট আকস্মিকভাবে অফলাইনে ছিল বেশ কয়েকদিন। এতে নাগরিকপঞ্জির সমস্ত ডাটাও অফলাইনে চলে যায়। এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। তাতে বলা হয়, আইটি বিষয়ক প্রতিষ্ঠান উইপ্রোর সঙ্গে চুক্তি নবায়ন না করার কারণে ওই ওয়েবসাইট অফলাইনে চলে গিয়েছিল। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তবে তা সমাধান করে ফেলা হয়েছে। এনআরসির ডাটা নিরাপদে আছে। ক্লাউডে প্রযুক্তি বিষয়ক কিছু সমস্যা দেখা গিয়েছিল।

বিষয়টি শিগগিরই সমাধান করে ফেলা হয়েছে। গত বছর ৩১ শে আগস্ট আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় সরকারি ওয়েবসাইটে। যার ঠিকানাww w.nrcassam.nic.in। এই সাইটে যাদেরকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে বা যারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাদের বিস্তারিত রয়েছে। কিন্তু কয়েক দিন ধরে ওই সাইটে এসব ডাটা আর দেখা যাচ্ছিল না। এতে জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে যেসব মানুষকে বাদ দেয়া হয়েছিল তাদের মধ্যে এই আতঙ্ক বেশি দেখা দেয়। এ বিষয়ে এনআরসি বিষয়ক রাজ্য সমন্বয়কারী হিতেশ দেব শর্মা ডাটা অফলাইনে চলে যাওয়ার অভিযোগ স্বীকার করেছেন। তবে এ নিয়ে কোনো অসৎ উপায় অবলম্বনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি।

উদ্ভূত পরিস্থিতিতে আসামের বিধানসভায় বিরোধী দলীয় নেতা দেবব্রত শাইক্য রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়ার কাছে লিখিত অভিযোগ দিয়ে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। নাগরিকপঞ্জিতে সর্বশেষ ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনকে বাদ দিয়ে তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status