বিশ্বজমিন

নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে বার্নি স্যান্ডার্স

মানবজমিন ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্রেট দলের প্রাইমারি নির্বাচনে এগিয়ে আছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটের দুই-তৃতীয়াংশ গণনার পর অন্য প্রতিযোগিদের পিছনে ফেলে তিনি এগিয়ে যান। তবে তার সঙ্গে পিট বুটিগিগের ব্যবধান কমে আসছিল বলে খবর পাওয়া গেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন যথাক্রমে পিট বুটিগিগ এবং এমি ক্লুবুচার। অন্যদিকে ফ্রন্টরানার অবস্থান থেকে অনেকখানি পিছিয়ে পড়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটর এলিজাবেথ ওয়ারেন। প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা অ্যানড্রু ইয়াং এবং কলোরাডোর সিনেটর মাইকেল বেনেট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে টুইট করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি তাতে লিখেছেন, মঙ্গলবার রাতে অনেক ডেমোক্রেটের পতন হচ্ছে। খুব বাজে রাজনৈতিক আইকিউ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

উল্লেখ্য, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের অন্যতম এই যুক্তরাষ্ট্রে কোনো প্রার্থী দলীয় প্রধান হলেই তিনি ক্ষমতাবলে বা তার প্রতি তোয়াজ করার ফলে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন না। একজন প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে দলীয় মনোনয়ন আদায় করতে হয়। সেই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচন হয় দলীয়ভাবে। তাতে তৃণমূল থেকে শুরু করে নেতাকর্মীরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তিনিই হন দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী। এই নির্বাচনকে বলা হয় প্রাইমারি নির্বাচন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সেখানে আরেক বড়, জটিল ও প্রলম্বিত এক নির্বাচন হয়। সেটা হলো প্রাইমারি নির্বাচন।

এবার রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেট দল থেকে বিপুল সংখ্যক প্রার্থী সামনে আসেন। তাদের মধ্যে ৩রা ফেব্রুয়ারি শুরু হয়েছে প্রাইমারি নির্বাচন। প্রথম দিনেই নির্বাচন হয়েছে আইওয়া ককাসে। সেখানে যথেষ্ট এলোমেলো অবস্থার পর মঙ্গলবার ভোট হয় নিউ হ্যাম্পশায়ারে। এখন ভোট গণনা চলছে। এতে সিনেটর বার্নি স্যান্ডার্স অনেকটা এগিয়ে থাকায় তাকে নিয়ে নেতাকর্মীদের সামনে বক্তব্য দিতে গিয়ে দ্বিতীয় স্থানে থাকা পিট বুটিগিগ বলেছেন, এই দিনটিতে আমি তাকে (বার্নি) খুব শ্রদ্ধা করি। এই রাতে তিনি খুব শক্তিশালী হওয়ায় তাকে অভিনন্দন জানাই। এরপরই তিনি এমি ক্লুবুচার, এলিজাবেথ ওয়ারেন ও জো বাইডেনের প্রসঙ্গ আনেন।

অন্যদিকে প্রার্থীদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করতে থাকেন। এলিজাবেথ ওয়ারেনকে নিয়ে তিনি বলেন, এলিজাবেথ ওয়ারেনকে আমি মাঝে মাঝে পিকাহোনটাস (ছোট্ট অচল মানুষ) হিসেবে আখ্যায়িত করে থাকি। এই রাতটা তার জন্য প্রকৃতপক্ষেই বাজে। আমি মনে করি তিনি এই বার্তা দিচ্ছেন যে, তিনি নির্বাচনী দৌড় থেকে বেরিয়ে যেতে চাইছেন। অন্যদিকে পিট বুটিগিগ সম্পর্কে ট্রাম্প বলেছেন, বুটিগিগ এ রাতে ভাল করছেন। ক্রেজি বার্নিকে তার অর্থের জন্য দৌড় লাগিয়েছেন। খুব মজার বিষয়। মাইকেল ব্লুমবার্গ নির্বাচনী ব্যালটে না থাকলেও তার সম্পর্কে ট্রাম্প বলেছেন, মিনি মাইকের জন্য খুব বাজে রাত। অন্যদিকে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে জোরালো ভূমিকা পালনকারী টম স্টেয়ার সম্পর্কে ট্রাম্প বলেছেন, অভিশংসনের রাজা স্টেয়ার ২০ কোটি ডলার খরচ করেছেন। আর আইওয়া ককাসে শতকরা এক ভাগেরও কম ভোট পেয়েছেন। নিউ হ্যাম্পশায়ারে ভোট পেয়েছেন শতকরা মাত্র ৩ ভাগ। আমি যা করেছি তা করাটা সহজ নয়, তাই নয় কি?

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিউ হ্যাম্পশায়ারে শতকরা ভোটের ২৬ ভাগ নিয়ে এগিয়ে ছিলেন বার্নি স্যান্ডার্স। পিট বুটিগিগ শতকরা ২৪ ভাগ ভোট পেয়ে তার কাঁধের ওপর গরম নিঃশ্বাস ফেলছিলেন। দু’জনের ভোটের ব্যবধান ছিল প্রায় ৫০০০।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status