প্রথম পাতা

পদ্মা সেতুর ৩৫ চীনা কর্মী পর্যবেক্ষণে

স্টাফ রিপোর্টার

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

ফাইল ছবি

চীন থেকে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাসে আক্রান্ত দেশটি থেকে সমপ্রতি বাংলাদেশে আসা পদ্মা সেতু প্রকল্পের ৩৫ কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের   
 তিনি বলেন, এসব কর্মীকে কাজের বাইরে রাখা হয়েছে। গতকাল সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সমপ্রতি নববর্ষ উৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে সাড়ে ৭ হাজার জন চীনে গেছেন কিন্তু ফিরে এসেছেন ২ হাজার ৩০৮ জন। এতে পদ্মা সেতুসহ উন্নয়ন প্রকল্পে কাজে প্রভাব পড়বে কিনা-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক বা কর্মী কাজ করেন, তাদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণকাজে অসুবিধার সৃষ্টি হয় না। তিনি বলেন, এ মাসের ১৮ তারিখ থেকে যারা আসছে তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, ৩৫ জনের মতো এসেছে। নিয়ম অনুযায়ী ১৪ দিন তাদের কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না। এর আগেও শিফটিং ছুটিতে যেতো তারা, একশ থেকে দেড়শ জন ছুটিতে যেতো শিফটিংয়ে, পদ্মা সেতু নির্মাণকাজে সমস্যা হতো না। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ মূল সেতু নির্মাণের কাজ করছে। নদী শাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।

প্রসঙ্গত, গত ৩১শে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে পাল্লা দিয়ে দেশটিতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্যানুযায়ী, করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো প্রায় ছয় হাজার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status