বাংলারজমিন

জৈন্তাপুরে বিএসএফ’র ধাওয়ায় দুই বাংলাদেশি যুবক আহত

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১০ পূর্বাহ্ন

চোরাই গরু নিয়ে আসার সময় সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্তে বিএসএফ’র ধাওয়ায় দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে লালাখাল সীমান্তে ১৩০১ নং আন্তর্জাতিক পিলার বাঘছড়া এলাকার কয়েকজনের সঙ্গে ভারত থেকে চোরাই পথে গরু আনতে যান রাসেল আহমদ ও আব্দুল জলিল। চোরাকারবারিদের লাইনম্যান হিসেবে প্রতিদিন সীমান্ত থেকে তারা গরু-মহিষ, মাদকদ্রব্য আনা-নেয়ার কাজ করেন। সোমবার রাতে প্রতিদিনের মতো ভারতীয় উকিয়াং নামক স্থান দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও খাসিয়ার ধাওয়া খেয়ে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়। এই ঘটনায় আহত দুই বাংলাদেশি নাগরিক হলেন জৈন্তাপুর উপজেলার উত্তর কালিঞ্জী বাড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে রাসেল আহমদ ও বাইরাখেল গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে আব্দুল জলিল। আহত দুই বাংলাদেশি নাগরিক সোমবার রাতে গোপনে  জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় সাংবাদিক পরিচয় পেয়ে আহত আব্দুল জলিল পালিয়ে যান। রাসেল আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। জৈন্তাপুর হাসপাতালের দায়িত্বরত আবাসিক চিকিৎসক রুবেল আহমদ জানান, রাতে জরুরি বিভাগে চিকিৎসা নিতে রাসেল নামে একজন রোগী এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান এ চিকিৎসক। ৩১শে ডিসেম্বর ২০১৯ সালে উপজেলা নির্বাহী অফিসার জৈন্তাপুরে যোগদানের পর  চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভায় সিদ্ধান্ত হয় সীমান্তে ভারতীয় গরু অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। কিন্তু তা বন্ধ না হয়ে বানের পানির মত গরু আসতে শুরু করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status