খেলা

টেস্ট প্রস্তুতিতে বিসিএলকে গুরুত্ব দিচ্ছেন সৌম্য

স্পোর্টস রিপোর্টার

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে সফরের দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে সিরিজে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে আগামী ৭ই ফেব্রুয়ারি। বিসিএলের প্রথম রাউন্ডের খেলা শেষ হলেই টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। এই রাউন্ডে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে বিসিএলের জন্য অনুশীলন শুরু করেছে টাইগাররা। বিসিএলের এই আসরে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন সৌম্য সরকার। গতকাল দলের সঙ্গে সৌম্য অনুশীলন করেন মিরপুর শেরেবাংলার একাডেমি মাঠে। অনুশীলনের ফাঁকে সৌম্য কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। বিশেষ করে  টেস্টের প্রস্তুতি নিতে আলাদা অনুশীলন ম্যাচ খেলাটাই ভালো মনে করেন এই ওপেনার। তাই তার কাছে বিশেষ ভাবে গুরুত্ব পাচ্ছে বিসিএল। তিনি বলেন, ‘ম্যাচ অনুশীলনের মধ্যে থাকলে  তো ভালো হয়। এতদিন সবাই টি-টোয়েন্টি লেভেলে ছিল।  সেখান  থেকে যখন লাল বলের ম্যাচ  খেলবে তখন একটা ফিল আসবে। অনুশীলনের সুযোগটা  বেশি থাকলে ভালো হতো,  যেহেতু  নেই তাই এটা নিয়ে  চিন্তা করে লাভ  নেই। ইতিবাচকভাবে থাকা যায় কিভাবে সেটাই জরুরী।’
টি-টোয়েন্টি থেকে লাল বলের খেলায় ফিরতে এবার তিনি ম্যাচ খেলার প্রতি আগ্রহী। কারণ ম্যাচ পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আরো ভালোভাবে প্রস্তত করা যায় বলে মনে করেন সৌম্য সরকার। তিনি বলেন, ‘অনুশীলন করে  গেলে  তো অবশ্যই ভালো হয়।  যেহেতু জাতীয় দলের সবাই পাকিস্তানে যাবে, তার আগে  যেন সবাই একটি ম্যাচ  খেলে। অনুশীলন কম হচ্ছে, এরপরেও ম্যাচ অনুশীলনে অন্যরকম একটা ব্যাপার থাকে। সবাই যদি দুটি দিন অনুশীলনের  চেয়ে মানসিকভাবে একটু  বেশি চিন্তা করে লাল বল নিয়ে তাহলে মনে হয় কাজ হবে।’
পাকিস্তান সফর কেমন কাটলো তা নিয়ে কোনো বড় মন্তব্য করতে চাননি সৌম্য। দেখিয়েছেন মিশ ্রপ্রতিক্রিয়া। তিনি বলেন, ‘ভালো কেটেছে, এত দ্রুত শেষ হয়েছে যে তেমন কোনো কিছুই সেখানে দেখার সুযোগ হয়নি। আর বন্ধ পরিবেশটা বুঝতে সময় পাইনি খুব একটা। যদি লম্বা সময় থাকতে হতো তাহলে হয়তো রুমে বন্দি থাকার বিষয়টি মাথায় আসতো।’ এবারের বিপিএলে বল হাতে ১২ উইকেট নেন সৌম্য সরকার। আর সৌম্য মনে করেন অলরাউন্ডার হলেই  তার ক্যারিয়ারের জন্য ভালো হবে। সৌম্য বলেন, ‘অবশ্যই, আমার জন্য ভালো হবে। আগে এক দিক (ব্যাটিং) নিয়ে চিন্তা করতাম। এখন দুই দিক পাচ্ছি। শুধু ব্যাটিংয়ে খারাপ করলে মনে হয় দিনটা শেষ হয়ে গেল আজ। এখন সুযোগ বেশি থাকবে ভালো করার।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status