খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবে অধিনায়ক সালমা খাতুনের দল। ৩রা ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় উড়াল দেবে টাইগ্রেসরা। ২১শে ফেব্রুয়ারি মূল টুর্নামেন্ট শুরু আগে তিনটি ট্যুর ম্যাচ খেলবেন সালমারা। এরপর ১৬ই ফেব্রুয়ারি প্রথম প্র্যাকটিস ম্যাচে থাইল্যান্ড, ২০শে ফেব্রুয়ারি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। আসরে ‘এ’ গ্রুপে টাইগ্রেসেদের প্রথম ম্যাচ ২৪শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তিনদিন পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। ২৯শে ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজল্যান্ড। আর ২রা মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে ৩রা মার্চ দেশে ফিরবে নারী দল। ৮ই মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলাম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি। স্ট্যান্ডবাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।
ম্যাচসূচি
২৪শে ফেব্রুয়ারি: ভারত, পার্থ (ওয়াকা)। ২৭শে ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া, মানুকা ওভাল (ক্যানবেরা)। ২৯শে ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড, জাংশন ওভাল (মেলবোর্ন)। ২রা মার্চ: শ্রীলঙ্কা জাংশন ওভাল (মেলবোর্ন)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status