দেশ বিদেশ

সাবেক সচিবদের বৈঠক নিয়ে তোলপাড়

স্টাফ রিরোপার্টার

৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

গত তিন দিন আগে রাজধানীতে সাবেক সচিবদের একটি গ্রুপের বৈঠক নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অবসরপ্রাপ্ত আমলাদের বৈঠকটি এমন সময় হলো, যখন রাজধানীর দু’টি সিটির নির্বাচন আসন্ন। তাদের বৈঠকে নিয়ে কৌতুহল তৈরি হয় সাবেক অন্য সচিব এবং বর্তমান কিছু সচিবদের মধ্যেও। বিষয়টি মিডিয়াতে আসার পর সচিবালয় থেকে শুরু করে সর্বত্রই এখন ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে। গত ২৭শে জানুয়ারি শিল্পকলা একাডেমিতে ৪২ জন অবসরপ্রাপ্ত সচিব বৈঠক করেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চান অবসরপ্রাপ্ত এসব সচিবরা। এজন্য তারা গবেষণা ও সেবাধর্মী একটি ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছেন। ওই বৈঠকে এ উদ্যোগ নেয়া হয়। বৈঠকে যারা উপস্থিত ছিলেন না তাদেরকেও পরবর্তী সময়ে যোগদানের আহ্বান জানানো হবে। বৈঠকে ফোরামের গঠনতন্ত্র করতে একটি উপকমিটিও গঠন করা হয়েছে। বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাবেক সচিব শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে একটি সংগঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসম্মতিক্রমে একটি অরাজনৈতিক, সেবা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে অবসরপ্রাপ্ত সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক এবং হেদায়েতুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের খসড়া করার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status