বিশ্বজমিন

উহানে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ পাকিস্তানি শিক্ষার্থী

মানবজমিন ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ২:০৮ পূর্বাহ্ন

চীনের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি কমপক্ষে চারজন শিক্ষার্থী। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ড. জাফর মির্জা বুধবার এ কথা বলেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চীনে বসবাস করছে পাকিস্তানি যেসব জনগোষ্ঠী, তার মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এর মধ্যে কমপক্ষে ৫০০ শিক্ষার্থী রয়েছেন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের কেন্দ্রীয় অংশে। এ খবর দিয়েছে অনলাইন ডন।  

সেখানে পাকিস্তানের কমপক্ষে চারজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ইমরানের এই বিশেষ সহকারি। ইমরান খানের পক্ষে তিনি ওই শিক্ষার্থীদের পরিবারকে নিশ্চয়তা দিয়েছেন। বলেছেন, সরকার দায়িত্বশীল হিসেবে ব্যবস্থা নেবে। আক্রান্ত এসব শিক্ষার্থী ও চীনে সব পাকিস্তানির বিষয়ে উপযুক্ত দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার। তার ভাষায়, আমাদের নিজেদের সন্তানকে যেভাবে আমরা যত্ন নিই, তাদেরকেও একই ভাবে যত্ন নেয়া হবে। পাকিস্তানে এখনও করোনা ভাইরাস সনাক্ত হয় নি বলে তিনি নিশ্চিত করেন। তবে চারজনকে সন্দেহজনকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তিনি আরো বলেছেন, ওইসব ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

এখন পর্যন্ত এ ভাইরাকে চীনে মারা গেছেন ১৩২ জন মানুষ। চীন ও এর বাইরে আক্রান্তের সংখ্যা ৬০০০ ছাড়িয়ে গেছে। ওদিকে বুধবার প্রথম করোনা ভাইরোসে আক্রান্ত একজনের খবর নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status