শেষের পাতা

পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিন: তাবিথ

স্টাফ রিপোর্টার

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ১লা ফেব্রুয়ারি পরিবর্তনের দিন। আপনারা পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিন। কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে দেশের উন্নয়ন করতে পরিবর্তনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে ভোটকেন্দ্রে আসুন। মঙ্গলবার বিকালে মিরপুরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের আর মাত্র কয়েকটা  দিন বাকি আছে। আপনারা সজাগ-সতর্ক থাকুন। নিজ নিজ ভোটটি আপনারা দেবেন। আমরা যখনই আমাদের ভোট দেবো না, তখনই অন্য কেউ ভোট চুরি করতে পারে। এবং আমাদের ভোট অন্যস্থানে দিয়ে দেবে। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেককে সকাল সকাল ভোট দিতে  যেতে হবে। এদিন দুপুরে মোহাম্মদপুরে শের শাহ শুরী ঈদগাঁও মাঠে পথসভা চলাকালে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তাবিথ আউয়াল বলেন, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। ভোটাররা যাতে ভয়ভীতি মুক্ত হয়ে ভোট প্রয়োগ করতে পারেন। আমরা ইসিতে ১৪০টার বেশি অভিযোগ দিয়েছি। এগুলো আমলে না নিয়ে ১০২টা নিষ্পত্তি করে দিয়েছে। এই যদি হয় ইসির ভূমিকা তাহলে ঢাকায় নির্বাচনের যে উৎসব আছে, তা বিলীন হয়ে যাবে। ‘বিগত নির্বাচনে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়, এবার আপনাদের করণীয় কি?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে বিরোধীদলের পোলিং এজেন্টদের বের করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, আপনারা দয়া করে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করুন। মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ভয় পাচ্ছে। কারণ বিএনপির প্রচারে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণজোয়ারের কারণে ধানের শীষে ব্যাপক ভোট পড়বে। ভোট পড়লেই ধানের শীষ জয়ী হবে। এ কারণে আগামী কয়েকদিন তারা ভয়-ভীতি ও গুজব সৃষ্টি করতে পারে। আমরা এ সবকিছুতেই ভয় পাবো না। নির্ভয়ে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে যেতে হবে।
মোহাম্মদপুর টাউন হলে এক পথসভায় নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে তাবিথ আউয়াল বলেন, এটি একটি ঐতিহাসিক স্থান। কিন্তু অবহেলিত হয়ে আছে। নামকরা স্কুল আছে। কিন্তু এখানকার পরিবেশ ভালো নয়। মাদকের ছড়াছড়ি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ। আমি মেয়র হলে এসব পরিস্থিতি পাল্টে যাবে। পরে জাকির হোসেন রোড, কাজী নজরুল ইসলাম রোড কলোনী, নুরজাহার রোড, তাজমহল রোড, কৃষি মার্কেট, জহুরি মহল্লা, শম্পা মার্কেট, আদাবর বাজার, মনসুরাবাদ, শনিরবিল বাজারসহ মিরপুরের ১২ নং ওয়ার্ডে দিনব্যাপি প্রচারণা ও পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহির, দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status