খেলা

হার-জরিমানার সঙ্গে পয়েন্টও খোয়ালো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন


সিরিজ বাঁচাতে হলে রেকর্ড গড়ে জিততে হতো দক্ষিণ আফ্রিকার। কিন্তু জোহানেসবার্গ টেস্টে চার দিনের মধ্যে হেরে যায় স্বাগতিকরা। সফরকারী ইংল্যান্ডের কাছে ১৯১ রানের বড় ব্যবধানে হারে ফাফ ডু প্লেসির দল। এই হারের সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের। কাটা গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর প্রথম টেস্ট হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। ৭০ বছর পর ঘরের মাঠে টানা দুই টেস্ট সিরিজ খোয়ালো দক্ষিণ আফ্রিকা। এর আগে শ্রীলঙ্কার কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে তারা।
জোহানেসবার্গে স্লো ওভার রেটের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ফাফ ডু প্লেসিদের ছয় পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। এর সঙ্গে ম্যাচ ফি’র ৬০ শতাংশও জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। জোহানেসবার্গে ছয় পেসার নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। স্পিনার না থাকায় পেসারদেরই করতে হয়েছে সব ওভার। যে কারণে নির্ধারিত সময়ে ৩ ওভার পিছিয়ে ছিলো প্রোটিয়ারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আইনে প্রথম দল হিসেবে এই শাস্তি পেল দক্ষিণ আফ্রিকা। এ আইনে বলা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দল নির্দিষ্ট সংখ্যক ওভার করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য কেটে নেয়া হবে ২টি করে পয়েন্ট। সঙ্গে একাদশের খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি জরিমানা হিসেবে কাটা হবে। চার ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতে ৩০ পয়েন্ট পায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ৬ পয়েন্ট কেটে নেয়ায় ৭ টেস্টে ২৪ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সাতে প্রোটিয়ারা। ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ১৪৬ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড। এরপর রয়েছে পাকিস্তান (৪ ম্যাচে ৮০ পয়েন্ট), শ্রীলঙ্কা (৪ ম্যাচে ৮০ পয়েন্ট) ও নিউজিল্যান্ড (৫ ম্যাচে ৬০) দুটি করে টেস্ট খেললেও কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status