বাংলারজমিন

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ২ মামলা

পঞ্চগড় প্রতিনিধি

২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

 মাটির নিচ থেকে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় সংঘর্ষ, একজন নিহত ও যানবাহন ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ হাজার লোককে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। ফলে গ্রেপ্তার আতঙ্কে লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে। কেউ কেউ রাতে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। গত রোববার রাতে তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান নিহত শ্রমিক জুমার উদ্দিনের (৬০) ব্যাপারে হত্যা মামলা ও উপ-পরিদর্শক শাহাদাত হোসেন সরকারি কাজে বাধা দেয়া, পুলিশ র‌্যাবের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের মামলাটি করেন। গাড়ি ভাঙচুরের মামলায় ৭০ জনেরও বেশি আসামি করা হয়েছে। জানা যায়, গত রোববার সকাল থেকেই নিষেধাজ্ঞা তুলে পাথর উত্তোলনের দাবিতে তেঁতুলিয়ার ভজনপুরে সড়ক অবরোধসহ মারমুখী অবস্থান নেয় কয়েক হাজার পাথর শ্রমিক ও ব্যবসায়ী। তারা লাঠিশোঠা নিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পরিস্থিতি শান্ত করতে ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়। পুলিশ অবরোধ তুলে নিতে অনুরোধ করলে ক্ষুব্ধ শ্রমিক ও ব্যবসায়ীরা পুলিশের ওপর আক্রমণ করে। শ্রমিকরা ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ লাঠি চার্জ করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ ও র‌্যাবের ১১ জন সদস্যসহ অর্ধ শতাধিক আহত হয়। গুরুতর আহত ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
এছাড়া শর্টগানের গুলিতে গুরুতর আহত জুমার উদ্দিনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও অজানা আতঙ্কে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকারী চক্রটিই শ্রমিকদের উস্কানি দিয়ে মহাসড়ক অবরোধ করিয়েছে বলে পুলিশ দাবি করেছে। শ্রমিক ও ব্যবসায়ীদের কেউ গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হচ্ছেন না।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ভজনপুরে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। নাম উল্লেখ করে মামলা করা হলেও তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করছি না। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। তবে নিরপরাধ ব্যক্তিরা যেন কোনো হয়রানির শিকার না হয় সে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি শ্রমিক জুমার উদ্দিন পুলিশের শর্টগানের গুলিতে নিহত হওয়ার কথা অস্বীকার করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status