খেলা

ভারত প্রশ্নে ‘ইউ টার্ন’ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

ভারতের মাটিতে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান- এমন কথা বলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। কিন্তু  কয়েক ঘণ্টার ব্যবধানে সে সুর পাল্টালেন এ পাকিস্তানি ক্রিকেট কর্তা। গতকাল তিনি বলেন, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার প্রশ্নই ওঠে না।
শনিবার ওয়াসিম খান বলেছিলেন, ‘ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে ২০২১ সালে ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল পাঠাবে না পাকিস্তান। আমাদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব আইসিসি দেয়নি। দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাই, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে একমাত্র এসিসি।’ ওয়াসিমের এই মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। ক্রিকেট মহলের চাপে কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদলান ওয়াসিম খান। গতকাল ওয়াসিম খান বলেন, আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার প্রশ্নই ওঠে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আইসিসির টুর্নামেন্ট বয়কট করার প্রশ্নই ওঠে না। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, আমাদের কিছু বিষয় নিয়ে সংশয় আছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে। ভিসা পাওয়া নিয়েও সংশয় আছে। তবে, আমি নিশ্চিত সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
বিশ্বকাপ নিয়ে সুর বদলালেও পাকিস্তান যে এশিয়া কাপ আয়োজনের দাবি থেকে এখনই সরে আসছে না, তাও জানিয়ে দিয়েছেন পিসিবির সিইও। ওয়াসিম খান বলেন, ‘আমরা এখনও এশিয়া কাপ আয়োজন করতে চাই। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ঠিক করতে হবে, ভারতের ম্যাচগুলো তারা কোথায় আয়োজন করাতে চায়।’
চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। তবে সম্প্রতি পাকিস্তানি সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার ইঙ্গিত দেন, বিসিবিকে এশিয়া কাপ আয়োজনের সুযোগ দিয়ে বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে নিয়েছে পিসিবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status