খেলা

‘আরব কন্যা’ ওনস জাবিরের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:২০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়লেন তিউনিশিয়ার ওনস জাবির। প্রথম আরব টেনিস খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। গতকাল নারী এককের চতুর্থ রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বর খেলোয়াড় চীনের ওয়াং কিয়াংকে ৭-৬ (৭/৪), ৬-১ গেমে হারান ওন্স জাবির। তৃতীয় রাউন্ডে কিয়াংয়ের কাছে হেরেই বিদায় নেন সেরেনা উইলিয়ামস। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জাবিরের যাত্রাটা স্বপ্নের মতো। র‌্যাঙ্কিংয়ের ৭৮ নম্বরে থাকা ওন্স জাবির প্রথম রাউন্ডে বৃটেনের জোহানা কন্টা, দ্বিতীয় রাউন্ডে ক্যারোলিন গার্সিয়া ও তৃতীয় রাউন্ডে ক্যারোলিন ওজনিয়াকির মতো শীর্ষ তারকাদের হারান। আর গতকাল মার্টারেট কোর্ট অ্যারেনায় ইতিহাস গড়ার পর ২৫ বছর বয়সী জাবির বলেন, ‘আমি আরব বিশ্বের বিশেষ করে আফ্রিকার নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এটা দারুণ ব্যাপার। তিউনিশিয়ায় ৩ বছর বয়স থেকেই আমি টেনিস অনুশীলন করি। আমি ১০০ ভাগ তিউনিশিয়ান প্রডাক্ট।’
এর আগে ২০১৭তে ফেঞ্চ ওপেন ও ২০১৯-এ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন জাবির। নিজেকে ছাড়িয়ে যাওয়ার খবরটা প্রথম মাকে জানান তিনি। জাবির বলেন, ‘আমি মাকে ফোন করে খবরটা জানাই। শুনে তিনি খুবই খুশি। বাবাও খুশি। আমার মনে হয় খুশিতে বাবা কেঁদে ফেলেছেন। আমার দুটি ভাই আছে। একজন জার্মানি আরেকজন থাকে  ফ্রান্সে। পরিবারের সবাই আমাকে সমর্থন দিয়েছে। তারা এখন আর ঘুমাতে পারবে না মনে হয়।’
সেমিতে ওঠার লড়াইয়ে আগামীকাল যুক্তরাষ্ট্রের সোফিফা কেনিনের মুখোমুখি হবেন ওন্স জাবির। যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ আসতেই জাবির বলেন, ‘ওখানকার কলেজে পড়ার শতভাগ স্কলারশিপ পেয়েছিলাম। কিন্তু আমি সরাসরি প্রো টেনিসে যেতে চেয়েছিলাম।’ তবে বেলজিয়াম ও ফ্রান্সের টেনিস একাডেমিতে ট্রেনিং নেন জাবির। ২০১১তে জুনিয়র ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়নও হন। ফ্রান্স-যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ থাকলেও তিউনিশিয়াতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। জাবির বলেন, ‘ওটা ছিল একটা ভালো সিদ্ধান্ত।’ জেবুরের-সোফিয়ার সঙ্গে মেয়েদের এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি ও চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। গত বছর ফ্রেঞ্চ ওপেন জেতা বার্টি চতুর্থ রাউন্ডে যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কিকে ৬-৩, ১-৬, ৬-৪ গেমে হারান। আর গতবারের অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ কেভিতোভা গ্রিসের মারিয়া সাক্কারির বিপক্ষে প্রথম সেট হেরেও জেতেন ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে। আগামীকাল  সপ্তম বাছাই কেভিতোভা মুখোমুখি হবেন শীর্ষ বাছাই বার্টির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status