খেলা

কোচের কৌশল বুঝতে পারছেন না মেসিরা!

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:২০ পূর্বাহ্ন

বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে বেশ মিল থাকায় সাবেক রিয়াল বেতিস কোচ কিকে সেতিয়েনকে নিয়োগ দেয় বার্সা। কিন্তু দলের বাজে হার শেষে কোচ সেতিয়েন বললেন, তার খেলার ধরনের সঙ্গে এখনো নিজেদের মানিয়ে নিতে পারেননি মেসি-গ্রিজম্যানরা। শনিবার স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে পরিষ্কার ২-০ গোলে হার দেখে বার্সেলোনা। ব্যবধানটা আরো বাড়তে পারতো। ম্যাচে পেনাল্টি মিস করে স্বাগতিকরা ভ্যালেন্সিয়া। হার শেষে কোচ সেতিয়েন নিজেই জানান মেসি-গ্রিজম্যানদের অনভ্যস্ততার কথা। তিনি বলেন,‘আমার খেলার ধরনের সঙ্গে এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেনি তারা। আমি যেভাবে খেলাতে চাইছি সেটা হয়তো তারা বুঝতে পারছে না।’ কোচ আরনেস্তো ভালভার্দের স্থলাভিষিক্ত হওয়া কিকে সেতিয়েনের অধীনে তৃতীয় ম্যাচেই হার দেখলো বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তায়ায় গোলশূন্য প্রথমার্ধের পর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি গোমেজ। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে প্রায় ১৩ বছর পর বার্সেলোনার বিপক্ষে জয়োৎসব করলো ভ্যালেন্সিয়া। কাতালানদের বিপক্ষে ভ্যালেন্সিয়া নিজেদের ডেরায় সর্বশেষ জিতেছিল ২০০৭ সালের ফেব্রুয়ারিতে।
আঁতোয়ান গ্রিজম্যান, সার্জিও বুসকেটসরাও বলছেন, নতুন কোচের কৌশলে অভ্যস্ত হতে পারেননি তারা। কোপা দেল রে’র শেষ-৩২ লড়াইয়ে ইউডি ইবিজার বিপক্ষে শেষ দিকে গোল করে বার্সেলোনাকে জেতানোর পর গ্রিজম্যান বলেন, ‘আমরা এখনো নতুন কোচের কৌশলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারিনি।’ গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর সার্জিও বুসকেটস বলেন,‘আমরা নতুন কোচের খেলার ধরনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছি।’ বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক টার স্টেগান পেনাল্টি সেভ না করলে হারের ব্যবধান আরো বড় হতে পারতো। এছাড়া ম্যাচে দুর্দান্ত কয়েকটি সেভও করেছেন তিনি। দলের প্রাণভোমরা লিওনেল মেসি এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। ১১ বারের চেষ্টাতেও গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা। এত শট নিয়েও মেসি সর্বশেষ গোলহীন থেকেছেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। ন্যু ক্যাম্পে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচের এমন বাজে সময় কাটিয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরুতে ম্যাক্সি গোমেজের পেনাল্টি রুখে দেন টার স্টেগান। বিরতির পর গোমেজের নেয়া শট জর্ডি আলবার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। ৭৭ মিনিটে ব্যবধান ২-০ করেন গোমেজই। এ হারের পর ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও পয়েন্ট ৪৩। গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে জিনেদিন জিদানের দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status