বিশ্বজমিন
তালেবানের বিরুদ্ধে আফগান বাহিনীর বড় অভিযান, ৫১ জঙ্গি নিহত
মানবজমিন ডেস্ক
২০২০-০১-২৭
তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে বড় ধরনের হামলা চালিয়েছে আফগানিস্তানের সেনাবাহিনী। এতে প্রথম দিনেই তারা হত্যা করে অন্তত ৫১ জঙ্গিকে। সেনাবাহিনীর সঙ্গে আকাশ থেকে হামলা চালায় বিমান বাহিনীও। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে দেশজুড়ে একইসঙ্গে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হচ্ছে। রোববার চলমান অভিযানগুলো নিয়ে বিবৃতি প্রকাশ করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে, সরকারি বাহিনী মোট ৯টি প্রদেশে ২৫ স্থানে অভিযান চালিয়েছে। এরমধ্যে ভূমিতে অভিযান পরিচালনা করা হয়েছে ১৩টি আর আকাশ থেকে হামলা চালানো হয়েছে ১২টি স্থানে। এতে অন্তত ৫১ সন্ত্রাসী নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে আরো ৬ তালেবান সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করবে আফগান সরকার। তালেবানরা দাবি করছে, তারাও সরকারি বাহিনীর হামলার জবাব দিয়েছে।