বাংলারজমিন

৩২৯ টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের অনুমোদন আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:১৪ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনের মেগা প্রকল্প অনুমোদন এবং নতুন বছরে ৫২০টি কারিগরি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সম্মতি প্রদান করায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমুহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল সকালে উল্লিখিত প্রতিষ্ঠানগুলো আনন্দ মিছিলসহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এ কৃতজ্ঞতা জানান। এ সময় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এসএম শফিকুল হায়দার মুকুল, কারিগরী কল্যাণ সংস্থার সভাপতি নাজমুল ইসলাম, ময়মনসিংহ পলিটেকনিকের অধ্যক্ষ সৈয়দ ফারুক, উপাধ্যক্ষ শওকত হোসেন, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status