দেশ বিদেশ

কারিগরি শিক্ষাবোর্ডের মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ৯:০৪ পূর্বাহ্ন

কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধসহ ৫ দফা দাবি অবিলস্বে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন-এর নেতৃবৃন্দ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে  মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স পরিচালনা সংক্রান্ত জটিলতা নিরসনের প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক বাস্তবায়নের জন্য এই দাবি জানান।দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে আগত মেডিকেল টেকনোলজিস্ট ও ছাত্র-ছাত্রীদের উপস্থিততে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত হয়ে বেকার মেডিকেল টেকনোলজিস্টদের কর্মসূচি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন নার্সদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট ইউনিয়ন, বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি, বেকার নার্সেস এসোসিয়েশন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, নার্সিং লাইসেন্সিং বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং মেডিকেল টেকনোলজিস্টদের প্রতিনিধিত্বকারী সংগঠন বিএমটিএ, স্বামেপ, এম-ট্যাব সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধকরণের লক্ষ্যে কারিগরি শিক্ষাবোর্ড আইনের সংশোধনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং সুপ্রিম কোর্টের আদেশ দ্রুত বাস্তবায়ন না হলে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা কর্মবিরতির মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। বক্তারা স্বাস্থ্য অধিদপ্তরাধীন প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার মেডিকেল টেকনোলজিস্ট এবং নার্সদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান, নতুন পদ সৃষ্টি, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ সংশোধন; ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও মেডিকেল টেকনোলজি কোর্স পূর্বের ন্যায় ৪ বছরে বহাল; মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট নেতা আলমাছ আলী খান, জহিরুল ইসলাম সরকার, শাহ আলম খান পারভেজ,  বিপ্লবুজ্জামান, সেলিম মোল্লা, সিরাজুল ইসলাম, ছাত্র প্রতিনিধি রাজিবুল হাসান রাজা,  জান্নাতুল মাওয়া সুইটি,  নার্সেস নেতাদের মধ্যে আসাদুজ্জামান জুয়েল, রাকিব হোসেন, নাছিমুল হক, মামুন হোসেন, ফারুক হোসেন, শেখ সাদি, শাকিল উদ্দিন, আব্দুল জলিল, রিপন সরকার পল্লব প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status