খেলা

দু’দলের আগের ১০ সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৫৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জিতেছে ২টি। প্রথম সাক্ষাৎ ২০০৮-এ নাইরোবিতে। সবশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় দেখা হয় দু’দলের। কেমন ছিল আগের ১০ ম্যাচের চিত্র? এক নজরে দেখে নেয়া যাক।
চারজাতির টুর্নামেন্ট (২০০৭)
ভেন্যু: নাইরোবি (কানাডা)
পাকিস্তান: ২০ ওভারে ১৯১/৭ (সালমান বাট ৩৩, ইমরান নাজির ৪৯, ইউনুস খান ৪৮, আফ্রিদি ৩২; আশরাফুল ৩/৪২)
বাংলাদেশ: ২০ ওভারে ১৬১/৭ (নাজিমউদ্দিন ৮১, কাপালি ১৯; শোয়েব আখতার ২/৩০, আফ্রিদি ২/২৬)
ফল: পাকিস্তান ৩০ রানে জয়ী
ম্যাচসেরা: ইমরান নাজির।
টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭)
ভেন্যু: কেপ টাউন (দক্ষিণ আফ্রিকা)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪০ (জুনায়েদ সিদ্দিকী ৭১, আফতাব ১৫; মোহাম্মদ হাফিজ ২/২৭, শোয়েব মালিক ২/১৫)
পাকিস্তান: ১৯ ওভারে ১৫১/৬ (নাজির ২৭*, আফ্রিদি ৩৯, হাফিজ ২৩; আব্দুর রাজ্জাক ২/১৬, মাহমুদুল্লাহ ১/২৮)
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জুনায়েদ সিদ্দিকী
একমাত্র টি-টোয়েন্টি (২০০৮)
ভেন্যু: করাচি (পাকিস্তান)
পাকিস্তান: ২০ ওভারে ২০৩/৫ (ইউনুস খান ৪৭, মিসবাহ উল হক ৮৭, শোয়েব মালিক ৩৫; সাকিব ১/৩৩)
বাংলাদেশ: ১৬ ওভারে ১০১ (তামিম ২৩, নাজিমউদ্দিন ৪২; মনসুর আমজাদ ৩/৩
ফল: পাকিস্তান ১০২ রানে জয়ী
ম্যাচসেরা: মিসবাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১০)
ভেন্যু: গ্রস আইলেট (ওয়েস্ট ইন্ডিজ)
পাকিস্তান: ২০ ওভারে ১৭২/৩ (কামরান ৭৩, সালমান ৭৩; সাকিব ২/২৭)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫১/৭ (আশরাফুল ৬৫, সাকিব ৪৭; সামি ৩/২৯, আমির ২/১৬)
ফল: পাকিস্তান ২১ রানে জয়ী
ম্যাচসেরা: সালমান বাট।
একমাত্র টি-টোয়েন্টি (২০১১)
ভেন্যু: ঢাকা
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৭ (হাফিজ ২৫, মিসবাহ ২১*; কাপালি ২/১২, সাকিব ২/২৪)
বাংলাদেশ: ২০ ওভারে ৮৫/৯ (মুশফিক ১০, নাসির ৩৫*; হাফিজ ২/১১, মালিক ২/৭)
ফল: পাকিস্তান ৫০ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ হাফিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১২)
ভেন্যু: পাল্লেকেলে (শ্রীলঙ্কা)
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৬ (তামিম ২৪, সাকিব ৮৪; ইয়াসির আরাফাত ৩/২৫)
পাকিস্তান: ১৮.৪ ওভারে ১৭৮/২ (হাফিজ ৪৫, নাজির ৭২; আবুল হাসান ২/৩৩)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইমরান নাজির
টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১৪)
ভেন্যু: ঢাকা
পাকিস্তান: ২০ ওভারে ১৯০/৫ (আহমেদ শেহজাদ ১১১, মালিক ২৬; আব্দুর রাজ্জাক ২/২০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৭ (সাকিব ৩৮, নাসির ২৩, মাশরাফি ১৭*; উমর গুল ৩/৩০)
ফল: পাকিস্তান ৫০ রানে জয়ী
ম্যাচসেরা: আহমেদ শেহজাদ।
একমাত্র টি-টোয়েন্টি (২০১৫)
ভেন্যু: ঢাকা
পাকিস্তান: ২০ ওভারে ১৪১/৫ (মুখতার ৩৭, হারিস ৩০; মোস্তাফিজ ২/২০)
বাংলাদেশ: ১৬.২ ওভারে ১৪৩/৩ (সাকিব ৫৭*, সাব্বির ৫১*; গুল ১/২৩)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাব্বির রহমান।
এশিয়া কাপ (২০১৬)
ভেন্যু: ঢাকা
পাকিস্তান: ২০ ওভারে ১২৯/৭ (মালিক ৪১, সরফরাজ আহমেদ ৫৮*; আল আমিন ৩/২৫)
বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৩১/৫ (সৌম্য ৪৮, মাহমুদুল্লাহ ২২*; আমির ২/২৬)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ
(২০১৬)
ভেন্যু: কলকাতা (ভারত)
পাকিস্তান: ২০ ওভারে ২০১/৫ (শেহজাদ ৫২, আফ্রিদি ৪৯, হাফিজ ৬৪; তাসকিন ২/৩২)
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৬ (সাব্বির ২৫, সাকিব ৫০*; আফ্রিদি ২/২৭)
ফল: পাকিস্তান ৫৫ রানে জয়ী
ম্যাচসেরা: শহীদ আফ্রিদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status