বাংলারজমিন

মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট স্থগিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৪৯ পূর্বাহ্ন

পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকা জেলা ব্যাপী ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘট স্থগিত করেছে। গতকাল সকাল ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটচলাকালে দুপুর ২টায় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসে মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ও শ্রীমঙ্গল থানার ওসি মো আব্দুছ ছালেক এর উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় প্রশাসন। এরই প্রেক্ষিতে শ্রমিক ঐক্য পরিষদ বেলা ৩টায় পরিবহন ধর্মঘট ২৭ জানুয়ারি পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পাভেল আহমদ, সদস্য সচিব আজাদুর রহমান অদুদ, সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ বিষয়ে পরিহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আজাদুর রহমান অদুদ বলেন, ‘প্রশাসন ২৭ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। তাই আমরা ওই সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছি।’ এদিকে ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলাব্যাপী সর্বস্তরের পরিবহন ধর্মঘটে অভ্যন্তরীন কোনও রুটে যানবাহান চলাচল করেনি। ফলে আকস্মিক ডাকা এই ধর্মঘটে চরম ভোগান্তীতে পড়েন শিক্ষার্থী, নানা পেশাজীবিসহ সাধারণ মানুষ। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি সাধারণ যাত্রী পরিবহণগুলো চলাচলেও বাঁধা সৃষ্টি করে শ্রমিকরা। এতে মৌলভীবাজার জেলার সঙ্গে অনান্য এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। শুধুমাত্র মাঝে মধ্যে দু’একটি সিএনজি চলা করতে চলতে দেখা যায়। সকালে শহরের হবিগঞ্জ সড়কে হানিফ, শ্যামলী, এনা ও হবিগঞ্জ সিলট বাস কাউন্টারে গিয়ে দেখ গেছে  গাড়ী না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন যাত্রীরা। কাউন্টারের ম্যানেজারা জানিয়েছেন, গাড়ী না চলায় সকাল থেকেই যাত্রীরা ফিরে যাচ্ছেন। ধর্মঘটের কারণে শ্রীমঙ্গল- মৌলভীবাজারে দূরপাল্লার কোন যান চলা চল করতে পারছে না। বাধ্য হয়ে অনেকেই রেলে যাতায়াত করেছেন। উল্লেখ্য, শ্রীমঙ্গল ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানচালক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে  রাত সাড়ে সাতটা পর্যন্ত  জেলা সদরসহ সবকটি উপজেলায় দফায় দফায় মাইকিং করে ৪৮ ঘন্টা ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status