বাংলারজমিন

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্রের ১০ দিনব্যাপী বইমেলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ইউনিটের আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বইমেলা। বৃহস্পতিবার দুপুরে নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এ বইমেলার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ। এসময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের জেলা সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি এডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইয়াজদানী কোরায়শী কাজল, বর্তমান সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সুজনের ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ, অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর প্রমুখ। বইমেলার সমন্বয়কারী ও বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ইউনিটের ইনচার্জ রবিউল ইসলাম জানান, বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতিমান লেখকদের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণকাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটকের বই জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম-দর্শন-বিজ্ঞান-সায়েন্স ফিকশন, সমালোচনা, অনুবাদসহ মননশীল সব ধরনের বই পাওয়া যাবে। তিনি বলেন, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলেই মেলা প্রাঙ্গণে এসে বই পড়তে ও কিনতে পারবেন। মেলাটি শেষ হবে আগামী ১লা ফেব্রুয়ারি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status