বাংলারজমিন

রাস্তায় সন্তান জন্ম দিলো ভারসাম্যহীন মা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৭:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটের চিতলমারীতে লালসার শিকার হয়েছে এক প্রতিবন্ধী। সে নিজের নাম-পরিচয় বলতে পারে না। এমনই মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে। মা ও নবজাতককে এক নজর দেখার জন্য উৎসুক লোকজন এসে ভিড় জমাচ্ছে। চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, গত মঙ্গলবার উপজেলার বাখরগঞ্জ বাজারে এক প্রতিবন্ধী নারীর প্রসব বেদনা দেখা দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেখানে ছুটে যায়। ওই নারী তখন প্রসব বেদনায় ছটফট করছিল। এ সময় নারী পুলিশের সহায়তায় ওই প্রতিবন্ধী একটি পুত্রসন্তানের জন্ম দেয়। তাদের সুস্থতার জন্য দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে খবর দিলে এম্বুলেন্স এসে মা ও শিশুটিকে নিয়ে যায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমানিক ৩০ বছর। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে। শিশুটির লালন-পালনের ব্যাপারে ভেবে দেখা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status