বাংলারজমিন

মৌলভীবাজারে সেই পীরের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৭:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আলোচিত সেই পীরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার মৌলভীবাজার মডেল থানায় পীর আজাদ ও তার সহযোগীদের হাতে খুন হওয়া রাজন আহমদ রাজার স্ত্রী সাকী বেগম বাদী হয়ে এই হত্যা মামলা করেন। মামলায় পীর আজাদকে প্রধান করে ২১ জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার জেলাজুড়ে সবার মুখে মুখে ছিল পীর আজাদ ও তার গড়ে তোলা উঠতি সন্ত্রাসী গ্রুপের নানা অপকর্ম ও খুনের ঘটনা। দিনভর ঘটনাটি ছিল টক অব দ্যা মৌলভীবাজার। তার এমন দুঃসাহসিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা (৩২) নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পীর আজাদ ও তার সহযোগীরা। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন সকাল ১০টার দিকে উঠতি সন্ত্রাসী গ্রুপ পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শ্ববর্তী বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাজনকে। হত্যার পর একটি সিএনজি অটোরিকশা করে রাজনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে পীর আজাদ বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজাহারভুক্ত ৮ নং আসামি। বর্তমানে সে জামিনে আছে। রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। এ ঘটনার পর এলাকায় ক্ষোভ বিরাজ করছে। গত মঙ্গলবার রাজনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর জানাজা শেষে গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়দের ক্ষোভ প্রশমিত করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি রাখছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার এসআই কামাল জানান, মামলার সব প্রস্তুতি চূড়ান্ত। প্রক্রিয়াগত কারণে কিছু সময়ের মধ্যে মামলার রুজু হয়ে নাম্বার পড়বে। মামলার বাদী নিহত রাজনের স্ত্রী সাকী বেগম। ওই মামলায় ২১ জনকে আসামি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status