এক্সক্লুসিভ

প্রচারে প্রার্থীদের যত কৌশল

স্টাফ রিপোর্টার

২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:৪২ পূর্বাহ্ন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা এখন তুঙ্গে। দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বসে নেই প্রার্থীদের পরিবারের সদস্যরাও। গায়ে পাতলা কাপড় জড়িয়ে ঘনকুয়াশার মধ্যে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এক এলাকা থেকে অন্য এলাকা। ভোটার কিংবা সমর্থকদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন। নির্বাচনী বিধিমালা অনুসারে প্রার্থীদের রঙিন পোস্টার বা লিফলেট ছাপানো নিষিদ্ধ। তবে, সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে ঢাকা। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রচারাভিযান ততই জমে উঠছে। সড়ক ও বাসা বাড়ির সামনে দড়ির সঙ্গে এসব পোস্টার ঝুলিয়ে দেয়া হয়েছে। উড়ছে হালকা বাতাসে। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সরকারদলীয় প্রার্থীদের তুলনায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পোষ্টার তুলনামুলক কম দেখা গেছে। এদিকে নির্বাচনী গানে আর কবিতা ছন্দে প্রচারণায় ভিন্নমাত্রা যোগ হয়েছে। চারদিক এখন নির্বাচনী প্রচারণার উৎসবে মুখরিত। বাদ্যযন্ত্রের সঙ্গে গানে গানে প্রার্থীর প্রচারণা চলছে। এ নিয়ে চলছে প্রতিযোগিতা। মেয়র থেকে কাউন্সিলর প্রার্থী সবাই বিভিন্নভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। প্রার্থীরা ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। দুপুর থেকে রাজধানীতে সর্বত্র রিকশায় করে মাইকে প্রচার অব্যাহত রেখেছেন প্রার্থীরা। কেউ নিজেই ভোট চাইছেন আবার কারো রেকর্ড করা ক্যাসেট বাজানো হচ্ছে। নারী পুরুষের যুগল কন্ঠে প্রার্থীর গুণগান করে কথা-বার্তা রেকর্ড করে প্রচারণা চালানো হচ্ছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কে কার চেয়ে ভালো আর সুর দিয়ে প্রচারণা করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তার প্রতিযোগিতা চলছে। বিভিন্ন এলাকার অলিগলিতে এক প্রার্থীর মাইক বের হতে না হতে আরেক প্রার্থীর মাইকের শব্দে কাঁপছে এলাকা। চলছে বিরামহীন প্রচারণা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status