ঢাকা সিটি নির্বাচন- ২০২০

নির্বাচনী প্রচারণায় হামলা

কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে তাবিথের চিঠি

স্টাফ রিপোর্টার

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ২:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের ঠেলাগাড়ী প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থিতা বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। আজ বেলা সাড়ে ১১টায় তাবিথ আউয়ালের পক্ষে বিএনপির স্থায়ীর কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ চার সদস্যের প্রতিনিধি দল এই চিঠি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের কাছে জমা দেন।

তাবিথ আউয়ালের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার সকালে মুজিব সারোয়ার হামলা চালিয়েছে। মুজিব সারায়ারের প্রার্থিতা বাতিলসহ উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি।

চিঠিতে তাবিথ বলেছেন, ২১শে জানুয়ারি সকাল ১০টায় ঢাকা উত্তর সিটির ৯ নম্বর সাধারণ ওয়ার্ড এলাকা তথা কোটাবাড়ি, রাজারপাড়া, হরিরামপুর, গোলারটেক, জহুরাবাদ ইত্যাদি এলাকায় পথসভা/ঘরোয়া সভা ও গণসংযোগে যাই। এ সময় আমার নির্বাচনী প্রতিপক্ষ আওয়ামী লীগের আতিকুল ইসলামের কতিপয় উচ্ছৃঙ্খল নেতা-কর্মী-সমর্থক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুম উপস্থিত থেকে অতর্কিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ওপর, বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ করে।

এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় থাকে বলেও অভিযোগ করেন তাবিথ আউয়াল। তিনি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা যদি আইনানুযায়ী আরও সক্রিয় থাকতো তাহলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।

মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর জানিয়েছেন, তাবিথের ওপর হালমার অভিযোগ খতিয়ে দেখছে ইসি।

আর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দারুস সালাম থানার ওসিকে নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status