প্রথম পাতা

নামের মিল

করাতকল মালিকের পরিবর্তে জেল খাটছেন চা বিক্রেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

নামের মিল থাকায় করাতকলের মালিকের পরিবর্তে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। গত পাঁচদিন যাবৎ চা বিক্রেতা ওই যুবক জেলখানায় রয়েছেন। বন মামলায় পরোয়ানাভুক্ত এক আসামির নামের সঙ্গে মিল থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। জেলহাজতে থাকা ওই   পৃষ্ঠা  যুবক গাজীপুরের শ্রীপুর পৌর সভার কেওয়া পশ্চিমখণ্ড দারগারচালা (মসজিদ মোড়) এলাকার নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম। ১৭ই জানুয়ারি বিকেলে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন উক্ত যুবককে তার চা স্টল থেকে গ্রেপ্তার করেন।

জানা যায়, মামলার মূল আসামির জাতীয় পরিচয় পত্র (১৯৮০৩৩২৮৬০৮০৪১৮৯৭) অনুযায়ী রফিকুল ইসলামের জন্ম তারিখ ১৬ই জানুয়ারি ১৯৮০, বাবা-নুর মোহাম্মদ, মা-রহিমা খাতুন এবং ভোটার সিরিয়াল নং-১৬১১। পুলিশের ভুলে গ্রেপ্তার হওয়া কেওয়া পশ্চিম খন্ড গ্রামের দারগারচালা (মসজিদ মোড়) এলাকার নুর মোহম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম। জাতীয় পরিচয় পত্র (৩৩২৮৬০৮০৪৪১৫২) অনুযায়ী তার জন্ম ২রা এপ্রিল ১৯৭৭। তার বাবার নামও নূর মোহাম্মদ, মায়ের নাম জামিনা খাতুন।

প্রত্যক্ষদর্শী ও চা বিক্রেতা রফিকুল ইসলামের বাবা নূর মোহাম্মদ জানান, আমার ছেলের নামে কখনও কোনো মামলা নেই। তার চা বিক্রি দিয়েই আমাদের সংসার চলে। কথা নেই, বার্তা নেই শুক্রবার বিকেলে পুলিশ এসে তার কাছে তার নাম ও বাবার নাম জানতে চায়। এটি শুনেই তার নামে ওয়ারেন্ট রয়েছে বলে তার হাতে পুলিশ হাতকড়া লাগিয়ে দেয়। এলাকার লোকজন বারবার বিষয়টি বলার পরও চা বিক্রেতা রফিকুলকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। রফিকও এ সময় অনেকবার আকুতি মিনতি ও কান্নাকাটি করে বলেন, তার নামে কোনো মামলা নেই। কিন্তু পুলিশ কর্মকর্তা এএসআই কফিল কোন কথা আমলে না নিয়ে এমনকি যাচাই না করে তাকে থানায় নিয়ে যায়।

শ্র্রীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, লাইসেন্সবিহীন করাতকলে গজারি গাছ চেরাই করার অভিযোগে ২০১৫ সালের ৮ই জুলাই শ্রীপুর সদর বন বিট অফিসার সহিদুর রহমান কেওয়া পশ্চিম খন্ডের বেগুন বাড়ি এলাকার নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলামকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বন) আদালতে একটি মামলা করেন। এ মামলায় রফিকুলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে শ্রীপুর থানাকে  গ্রেপ্তারের নির্দেশ পাঠানো হয়।

অপরদিকে, এ মামলার প্রকৃত আসামি নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম বলেন, তিনি করাতকলের ব্যবসা করেন। মামলাটি তার বিরুদ্ধেই করা হয়েছিল। উচ্চ আদালত থেকে তিনি জামিনে রয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, পুলিশের একটু ভুলের কারণে একজন সাধারণ নিরপরাধ মানুষ জেল খাটছেন। এর দায় কে নেবে ?

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মামলাটি আদালতে দায়ের করা। দু’জনের নাম, বাবার নাম ও এলাকা একই। থানার মামলা হলে সে ক্ষেত্রে আমাদের কিছু করার ছিল। এখন আদালত ডিসাইড করবে সে প্রকৃত আসামি কি না। তবে যতদূর জানতে পেরেছি গ্রেপ্তারকৃত রফিকুল চা বিক্রেতা। অপর রফিকুল করাতকলের মালিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status