খেলা

নারী হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩৩-২৫ গোলে বি জে এমসিকে হারিয়ে শিরোপা জেতে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-১১ গোলে এগিয়ে ছিল। আনসারের খাদিজা ১১টি গোল করেন এবং বিজেএমসি;র শিল্পী আকতার ৮ গোল করেন। বাংলাদেশ আনসারের আলপনা আক্তার টূর্নামেন্টের সেরা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। গতকাল ফাইনাল শেষে  প্রধান অতিথি হিসেবে পুরস্কারদেন সাবেত মন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের হেড কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ডিং ডিভিশন এর সহ-সভাপতি সঞ্জীবচ্যাটার্জি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহ-সভাপতি ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম ও সাংগঠনিক কমিটির সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status