এক্সক্লুসিভ

পর্তুগালে সংঘর্ষ নবীগঞ্জে তোলপাড়

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৫১ পূর্বাহ্ন

রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জের হিসেবে ইউরোপের দেশ পর্তুগালে সংঘর্ষ ও খুনের ঘটনায় নবীগঞ্জে তোলপাড় চলছে। এ ঘটনায় উপজেলার দেকপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের ধনাঢ্য প্রবাসী মো. অলিউর রহমানের দুই পুত্রকে গ্রেপ্তার করেছে পর্তুগাল পুলিশ। প্রবাসী অলিউর রহমান পর্তুগাল বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার রাতে পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিএনপি সভাপতি অলিউর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হয় আওয়ামী লীগ সমর্থক সাহেদ আহমদ। এছাড়াও ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক মর্মে খবর পাওয়া গেছে। পর্তুগাল প্রবাসী ও দায়িত্বশীল সূত্র জানায়, সিলেটের ওসমানীনগর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বাসিন্দা ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ আহমদ এবং নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের বাসিন্দা ও পর্তুগাল বিএনপির সভাপতি মো. অলিউর রহমানের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের হিসেবে সোমবার পর্তুগাল স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লিজবনের মার্টিম মনিজে দা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহতদের পর্তুগালের লিবসনের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় চিকিৎসাধীন অবস্থায় সাহেদ আহমদ (৩৮) নামের ওই ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অলিউর রহমান চৌধুরীর আরইশস্থ বাসভবন থেকে তার দুই পুত্রকে গ্রেপ্তার করে। বিএনপির ওই নেতা নিজেই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। মানবজমিনকে তিনি বলেন, রাজনৈতিক নয় ব্যবসায়িক কারণে সংঘর্ষ হয়েছে। এছাড়াও অলিউর রহমানের ছোট ভাই আমিন চৌধুরী ও তাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রনি মোহাম্মদ ফেসবুকে মারামারির খবর নিশ্চিত করেন। সংঘর্ষের পর পর্তুগাল পুলিশ ঘটনার মোটিভ উদঘাটনে জোর তৎপরতা শুরু করেছে। বাঙালী অধ্যুষিত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এনিয়ে পর্তুগিজ ও অধিবাসী বঙালী কমিউনিটিতে আতংক দেখা দিয়েছে। আলোচিত ওই ঘটনা সে দেশের টিভি চ্যানেল ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status