খেলা

শেষ বলের শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ২:৫৬ পূর্বাহ্ন

ভারতে চলমান চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। সোমবার থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে জিতেছে টাইগ্রেসরা। থাইল্যান্ডের দেয়া ১২১ রানের লক্ষ্য টপকাতে ৮ উইকেট হারাতে হয় বাংলাদেশ দলকে। বিহারের পাটনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।
১৬.১ ওভারে ২ উইকেটে ৯১ রান তুলে জয়ের পথে থাকা বাংলাদেশ দল বিপাকে পড়ে দারুণ ব্যাটিং করতে থাকা শামিমা সুলতানা (৩৭ বলে ৩৮) এলবিডব্লিউয়ের শিকার হলে। ১৯তম ওভারে ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় থাকা বাংলাদেশ দলকে জয় এনে দেন ফাহিমা খাতুন। শেষ ওভারে চার বাউন্ডারির সাহায্যে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ফাহিমা (১৩ বলে ২৮)।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ ও থাইল্যান্ড ছাড়াও টুর্নামেন্টের অপর দুই দল হচ্ছে ভারত ‘এ’ ও ‘বি’ দল। ফাইনালে আগামীকাল বুধবার ভারত ‘বি’ দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status