ঢাকা সিটি নির্বাচন- ২০২০

‘ভোটাররা ভীতি ও শঙ্কার মধ্যে’

স্টাফ রিপোর্টার

২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১১:৪৩ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ভোটারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। ইভিএম-এ ভোট নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। আজ মঙ্গলবার সকাল ১১টায় গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে গণসংযোগ শুরুর আগে তিনি এসব কথা বলেন।

তাবিথ বলেন, আমাদের মাইক কেড়ে নেয়া হয়েছে। বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে ভোটাররা ভয়ের মধ্যে থাকবে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। ভোটাররা যাতে ভয়-ভীতি ছাড়া নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।

তিনি বলেন, ইসি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলো। এখন তারিখ নিয়ে সমাধানে আসতে পেরেছে। আমরা আশা করবো, ইসি ভোটারদের ভোট দেয়ার পরিবেশ তৈরি করবে। আমরা ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ভোটাররা ভোট দিতে পারলে বিজয় নিশ্চিত।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status