খেলা

নারী ফুটবল লীগের ৭ দল চূড়ান্ত

শেখ রাসেলের নাম প্রত্যাহারে বেকায়দায় ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার

২১ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:০৭ পূর্বাহ্ন

আগামী ৩১শে জানুয়ারি মাঠে গড়ানোর কথা নারী ফুটবল লীগের। কিন্তু দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় পর নারী এই লীগ মাঠে নামাতে গিয়ে বেকায়দায়ই পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরইমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে দল বেড়েছে নারী লীগে। আগে লীগ হওয়ার কথা ছিল ৫ দল নিয়ে, এখন হবে ৭ দলের। গতকাল বাফুফের মহিলা কমিটি নতুন তিনটি দল লীগে অন্তর্ভুক্ত করেছে। এ তিন দল হচ্ছে-কাঁচারিপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড ও স্বপ্নচূড়া অ্যান্ড আখিলপুর ফুটবল একাডেমি।
ডিসেম্বরে বাফুফের ঘোষণা মতে নারী ফুটবল লীগে অংশ নেয়ার কথা প্রিমিয়ার লীগের বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের। এই তিন দলের সঙ্গে খেলতে আগ্রহ দেখায় এফসি উত্তরবঙ্গ, নাসরিন স্পোর্টস ক্লাব এবং বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। প্রথমে মেয়েদের লীগ থেকে নাম প্রত্যাহার করে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। প্রিমিয়ার লীগের শীর্ষ দুই ক্লাবকে বাদ দিয়ে সাত দল চূড়ান্ত করেছে বাফুফে। আগের চার ক্লাবের সঙ্গে শেষ মুহূর্তে যুক্ত হয়েছে জামালপুরের কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংসদ, সুনামগঞ্জের স্বপ্নচূড়া সংসদ ও কুমিল্লা ইউনাইটেড। এই সাত দল নিয়ে নির্ধারিত সময়ে লীগ শুরু করার কথা জানিয়েছেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারি। এদের মধ্যে দলবদলে সক্রিয় কেবল বসুন্ধরা কিংস। তারা দল গুছিয়ে প্রস্তুতিও শুরু করেছে। এরই মধ্যে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়। নারী ফুটবলের দেশসেরা স্ট্রাইকার জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন চুক্তি করেছেন বসুন্ধরা কিংসের সঙ্গে। বসুন্ধরায় নাম লিখিয়েছেন জাতীয় দলের তারকা মিডফিল্ডার কৃষ্ণা রানী সরকার ও স্ট্রাইকার তহুরা খাতুন। সানজিদা, মাসুরা পারভীন, আঁখি খাতুন, মৌসুমী, শিউলি আজিম, লিপি, শামসুন্নাহার (সিনিয়র)ও মাইনু মারমা, মারিয়া মান্ডাকেও দলে নিয়েছে বসুন্ধরা কিংস। গোলরক্ষক হিসেবে বসুন্ধরা নিয়েছে এক সময় জাতীয় দলের পোস্টের নিচে দুর্দান্ত খেলা সাবিনা আক্তার এবং বর্তমানের মাহমুদাকে। সর্বোচ্চ ৫ লাখ টাকায় চুক্তি করেছেন সাবিনা। অন্যদের অঙ্কটাও খারাপ নয়।  এদের বাইরে মারিয়া মান্ডা ও মনিকা চাকমাসহ অনূর্ধ্ব-১৬ দলের  বেশিরভাগ মেয়েদের খেলার কথা ছিল শেখ রাসেল ক্রীড়া চক্রে। তবে হঠাৎ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়নরা দল না গড়ার সিদ্ধান্ত নিলে বেকায়দায় পরেছে এসব ফুটবলাররা। এই তালিকায় আরো আছেন রুপনা চাকমা, মারজিয়া, ঋতুপর্না চাকমা, জুনিয়র শামুসন্নাহার, সাজেদা, সুলতানা, রত্না, অনাই, আনুচিং, রাজিয়া, নাজমা, সুরমা, সোহাগী কিসকু ও নার্গিসরা। এবারের লীগে এদের না খেলার সম্ভাবনাই বেশি। কারণ জামালপুরের কাচারিপাড়া একাদশ উন্নয়ন সংসদ, সুনামগঞ্জের স্বপ্নচূড়া এবং কুমিল্লা ইউনাইটেড দল গড়বে নিজম্ব একাডেমির খেলোয়াড় দিয়ে।
যে ৭ দল নিয়ে হবে লীগ
বসুন্ধরা কিংস, এফসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব, নাসরিন স্পোর্টিং ক্লাব, কাঁচারিপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড ও স্বপ্নচূড়া অ্যান্ড আখিলপুর ফুটবল একাডেমি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status