বাংলারজমিন
কুলাউড়ায় অস্ত্রসহ ভারতীয় নাগরিক আটক
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২০২০-০১-২১
কুলাউড়ায় আলীনগর সীমান্ত থেকে এয়ারগান অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী আশিক আলী (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিকের বাড়ি ভারতের কৈলাশহর জেলার লক্ষীপুর থানার টিলাগাঁও গ্রামের মৃত ওয়াদুল্লাহর পুত্র। রোববার বিকেলে কুলাউড়া উপজেলার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া এলাকা থেকে ভারতীয় নাগরিককে আটক করে রাতে কুলাউড়া থানায় সোপর্দ করে। আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. আলমগীর হোসেন জানান, সীমান্ত এলাকায় টহলকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে শিকড়িয়া এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আশিক আলীকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি এয়ারগান অস্ত্রসহ ভারতীয় অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আশিককে জব্দকৃত মালামালসহ রাত ৯ টায় কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন বলে জানিয়েছেন।