বাংলারজমিন

‘মাদক নির্মূলে ভূমিকা রাখতেই পুলিশে যোগ দিয়েছি’

সিরাজগঞ্জ প্রতিনিধি

২০২০-০১-২১

সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) বলেছেন, মাদক নির্মূলে কাজ করতে এবং এর রাহুগ্রাস থেকে জাতিকে মুক্ত রাখার ব্রত নিয়েই পুলিশে যোগ দিয়েছি। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখনই বিষয়টি মনে হয়েছিল, মাদক বিরোধী কাজে নিজেকে জড়ানোর। যে কারণে শিক্ষা ক্যাডারের ছাত্র হওয়া সত্ত্বেও সেটি বাদ দিয়ে পুলিশ সার্ভিসে যোগ দিয়েছি। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাদক নিমূলে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, এ কাজে পুলিশের কেউ জড়িত বা সহায়তা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে মাদক ব্যবসা করবে আমরা তার বিরুদ্ধেও ততটাই নির্মম হবো। আপনারা সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার বলেন, এসপি। এছাড়াও ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতারোধে কাজ করার প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবুসহ বিভিন্ন অলনাইন, প্রিন্ট ও টিভিতে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status