বিনোদন

‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের শুটিং সম্পন্ন

স্টাফ রিপোর্টার

২০ জানুয়ারি ২০২০, সোমবার, ৫:০১ পূর্বাহ্ন

গত বছর সম্পন্ন হয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের শুটিং। এটি মুক্তির আগেই রোববার রাতে সম্পন্ন হয়েছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলের শুটিং। এ উপলক্ষে বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে টিম সদস্যদের নিয়ে ক্যামেরা ক্লোজিং সেরেমনি’র মাধ্যমে সম্পন্ন হয় ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েলের শুটিং। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘কাট, শুটিং প্যাক আপ’ বলে ক্যামেরা ক্লোজ করেন পুলিশের বিশেষায়িত ইউনিট সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম। সিনেমার অন্যতম পরিচালক, কাহিনীকার এবং প্রযোজক সানী সানোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মাজনুন মিজান, এহসান রহমান, দীপু ইমামসহ পুরো সিনেমাটি পুরো টিম। আরিফিন শুভ বলেন, ‘মিশন এক্সট্রিম’ নিয়ে আমাদের দীর্ঘদিনের এই পরিশ্রম এবং ত্যাগ তখনই সার্থক হবে যখন দর্শকরা এটি পছন্দ করবেন। ঐশী বলেন, এত বড় স্কেলের একটি সিনেমার মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার জীবন শুরুর সুযোগ সৃষ্টির জন্য সানী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। পরিচালক ফয়সাল আহমেদ বলেন, এবার ডাবিং, এডিটিং যুদ্ধে জয়ী হবার পালা। তবেই আমরা নিজেরা সিনেমাটি যেভাবে দেখেছি সেভাবে দর্শকদের দেখাতে পারবো। সানী সানোয়ার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মিশন এক্সট্রিম’ সংশ্লিষ্ট সকলের এই অনন্য অবদান শুধু পারিশ্রমিক দিয়ে শোধ করা যাবে না। খুব শিগগিরই দুই পর্বের ডাবিং শুরু হবে। প্রথম পর্ব মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে এবং সে উদ্দেশ্যে ফেব্রুয়ারি থেকে প্রথম পর্বেল পুরোদমে প্রচারণার কাজ শুরু হবে। ‘কপ ক্রিয়েশন’র ব্যানারে নির্মিত বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের উপর ভিত্তি করে সিনেমাটির নির্মিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status